ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টেইলরের ফেরা

প্রকাশিত: ০৫:১৬, ১৬ সেপ্টেম্বর ২০১৭

টেইলরের ফেরা

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্ব ক্রিকেটে অনেক বড় তারকা হয়ে উঠেছিলেন। এক সময় বড় ধরনের দলে পরিণত হতে শুরু করা জিম্বাবুইয়ের ক্রিকেটে যখন ভগ্নদশা তখন তিনিই হয়ে উঠেছিলেন কান্ডারি। উইকেটরক্ষক ব্যাটসম্যান ব্রেন্ডন টেইলর নিজেকে বেশ ভালভাবেই প্রতিষ্ঠিত করেছিলেন। কিন্তু আর্থিক উন্নতির দারুণ সুযোগ পেয়ে যান। ইংল্যান্ডের কাউন্টি দল নটিংহ্যামশায়ারে যোগ দেন ৩ বছরের জন্য। ‘কোলপ্যাক চুক্তি’ অনুসারে কাউন্টি ক্রিকেটের সঙ্গে যুক্ত হলে আর জাতীয় দল বা অবশ্যই আর কোন দলের হয়ে খেলার সুযোগ থাকে না। তাই টেইলরও পারেননি, অবসর নিয়ে নেন জিম্বাবুইয়ের ক্রিকেট থেকে। অবশেষে সেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই জিম্বাবুইয়েতে ফিরেছেন এ ৩১ বছর বয়সী তারকা। জিম্বাবুইয়ে ক্রিকেট ইউনিয়ন (জেডসিইউ) বিষয়টি নিশ্চিত করেছে। তারা উচ্ছ্বাস প্রকাশ করে সাদরে গ্রহণ করেছে টেইলরকে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুইয়ে ও ওয়েস্ট ইন্ডিজের অনেক ক্রিকেটারকেই কোলপ্যাক চুক্তিতে আবদ্ধ হতে দেখা যায়। সেই চুক্তিতে আবদ্ধ হলে কোন ক্রিকেটারই কাউন্টির বাইরে আর কোন ক্রিকেট খেলতে পারেন না। তবে সেজন্য অবশ্য বেশ ভাল পরিমাণের অর্থ ব্যয় করে কাউন্টি ক্লাবগুলো। ক্রমাবনতির মধ্যে থাকা জিম্বাবুইয়ের ক্রিকেট ছেড়ে টেইলর সে কারণেই এসেছিলেন কাউন্টি ক্লাব নটিংহ্যামশায়ারে। আর জিম্বাবুইয়ে ক্রিকেটে চলছিল বেশ বড় ধরনের ঝামেলা। এ্যান্ডি ফ্লাওয়ার, গ্র্যান্ট ফ্লাওয়ার, ক্রেইগ উইশার্ট, এ্যালিস্টার ক্যাম্পবেল, মারে গুডউইন, নেইল জনসনরা চলে যান। তাদের ঠিক পরবর্তী সময়েই নিজেকে নির্ভরযোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করেন টেইলর। কিন্তু তাকেও ধরে রাখতে পারেনি জিম্বাবুইয়ের ক্রিকেট। বিষয়টি পুরোপুরিই আর্থিক। নটিংহ্যামের সঙ্গে ৩ বছরের চুক্তি হওয়ার কারণে জিম্বাবুইয়ের ক্রিকেট পুরোপুরিই ছেড়ে দিয়েছিলেন। এ বছরের শেষাবধি ছিল সেই চুক্তির মেয়াদ। কিন্তু পারিবারিক কারণ দেখিয়ে আগেভাগেই চুক্তি শেষ করেছেন তিনি। ফিরে আসছেন জিম্বাবুইয়ের ক্রিকেটে। ৩১ বছর বয়সী টেইলরের জন্য দরজাটা খোলাই রেখেছে জিম্বাবুইয়ে। কারণ এই মুহূর্তে পারফর্মেন্সে বেশ নাজুক অবস্থা দলটির। নিজেদের হারানো অবস্থান ফিরে পেতে সংগ্রাম করছে আন্তর্জাতিক ক্রিকেটে। এই সময়ে টেইলরের মতো একজন ক্রিকেটার ফিরে আসা মানে জিম্বাবুইয়ের শক্তিমত্তা আরেকটু বৃদ্ধি পাওয়া। এ কারণেই তার ফিরে আসা নিয়ে জিম্বাবুইয়ে ক্রিকেট তাদের অফিসিয়াল টুইটার একাউন্টে লিখেছে, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি ব্রেন্ডন টেইলর আবার জিম্বাবুইয়ে ক্রিকেটের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। আবারও সে জিম্বাবুইয়ের হয়ে খেলবে।’ আগামী অক্টোবরে ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে জিম্বাবুইয়ে। হারারেতে পরিবারের সঙ্গে ১০ দিন ছুটি কাটিয়ে দলের সঙ্গে অনুশীলন শুরু করবেন টেইলর। ২০১৫ বিশ্বকাপে জিম্বাবুইয়ের জার্সিতে শেষ ম্যাচ খেলেন টেইলর। অকল্যান্ডে ভারতের বিপক্ষে সেই ম্যাচে হাঁকিয়েছিলেন দুর্দান্ত এক সেঞ্চুরি। সেই ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় জিম্বাবুইয়ে। এরপর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন টেইলরও। নিজের টুইটার এ্যাকাউন্ট থেকে টুইট করে তিনি সে সময় জানান, ’১১ বছর জিম্বাবুইয়ের জার্সিতে খেলার পর দুঃখজনকভাবে আমি অবসরে যাচ্ছি। সতীর্থদের প্রতি আমার শুভকামনা থাকবে সবসময়।’ তবে আবার ফিরলেন তিনি। টেইলর জিম্বাবুইয়ের হয়ে ১৬৭ ওয়ানডেতে ৫২৫৮ রান করেছেন ৩৪.৮২ গড়ে। এছাড়া ২৩ টেস্টে ১৪৯৩ ও ২৬ টি২০ খেলে করেছেন ৫৯৪ রান।
×