ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইরাকে আইএসের জোড়া বিস্ফোরণে নিহত ৫০

প্রকাশিত: ০৮:০০, ১৫ সেপ্টেম্বর ২০১৭

ইরাকে আইএসের জোড়া বিস্ফোরণে নিহত ৫০

জনকণ্ঠ ডেস্ক ॥ ইরাকের দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার জঙ্গীগোষ্ঠী আইএসের জোড়া বিস্ফোরণে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ৮৭ জন। স্বাস্থ্য দফতরের কর্মকর্তারা হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেছেন। তবে হামলায় আহতদের অনেকের অবস্থাই গুরুতর। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর বিবিসি ও আলজাজিরার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রথম বিস্ফোরণটি ঘটানো হয় জিকার প্রদেশের রাজধানী নাসিরিয়ার একটি রে¯ারাঁয়। সেখানে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। স্থানীয় গবর্নর ইয়াহিয়া আল নাসিরি বলেন, আশঙ্কা করা হচ্ছে রেস্তরাঁয় নিহতদের অধিকাংশই ইরানী নাগরিক।
×