ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন না সুচি

প্রকাশিত: ০৫:৫৩, ১৪ সেপ্টেম্বর ২০১৭

জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন না সুচি

কূটনৈতিক রিপোর্টার ॥ রোহিঙ্গা সঙ্কট নিয়ে বিশ্বজুড়ে সমালোচনার মুখে মিয়ানমারের নেত্রী আউং সান সুচি আসন্ন জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিচ্ছেন না। বুধবার মিয়ানমারের প্রভাবশালী গণমাধ্যম মিজিমায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মিয়ানমার সরকারের মুখপাত্র জ তাই গণমাধ্যমকে জানিয়েছেন, মিয়ানমারের স্টেট কাউন্সিলর সুচি গতবছর জাতিসংঘ অধিবেশনে বক্তৃতা করেছিলেন। এবার তিনি যাচ্ছেন না। অবশ্য সুচির না যাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তার আরেক মুখপাত্র অং শিন বলেছেন, সম্ভবত মিয়ানমারের নেত্রীর হাতে আরও জরুরী কাজ রয়েছে। সমালোচনার মুখোমুখি হতে বা পরিস্থিতির মোকাবেলা করতে তিনি কখনও ভয় পান না। একাধিক কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে, মিয়ানমারে রাখাইন গণহত্যায় বিশ্বজুড়ে সমালোচিত হচ্ছেন সুচি। এবার জাতিসংঘ সাধারণ অধিবেশনের আলোচনায় রোহিঙ্গা সঙ্কটই প্রাধান্য পাবে। সে কারণেই সুচি এবারের সাধারণ অধিবেশন ত্যাগ করতে চাইছেন। আগামী ১৬ থেকে ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে বার্ষিক এই সাধারণ অধিবেশন বসছে। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ দেয়ার জন্য এই সঙ্কটের কথা জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুলে ধরবেন। মিয়ানমারে জাতিগত নিপীড়নের শিকার হয়ে কয়েক দশক ধরে চার লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে রয়েছে। এর মধ্যেই গত ২৫ আগস্ট রাতে রাখাইনে পুলিশ পোস্ট ও সেনা ক্যাম্পে হামলার ঘটনার পর দমন-পীড়নের মুখে বাংলাদেশ সীমান্তে নতুন করে রোহিঙ্গা শরণার্থীদের ঢল চলছে। জাতিসংঘ কর্মকর্তারা জানিয়েছেন, এরই মধ্যে তিন লাখ ৭০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসেছে এবং এই সংখ্যা প্রতিদিনই বাড়ছে। রোহিঙ্গাদের নাগরিক মর্যাদা না দেয়ায় এবং তাদের ওপর নির্যাতন বন্ধের পদক্ষেপ না নেয়ায় মিয়ানমারের নেত্রী সুচি বিশ্বব্যাপী সমালোচনায় পড়েছেন। শান্তির জন্য পাওয়া তার নোবেল পুরস্কার কেড়ে নেয়ারও দাবি তুলেছেন অনেকেই।
×