ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সুযোগ এখন নেইমারের ॥ পেলে

প্রকাশিত: ০৫:৪৩, ১৩ সেপ্টেম্বর ২০১৭

সুযোগ এখন নেইমারের ॥ পেলে

স্পোর্টস রিপোর্টার ॥ সর্বকালের সব রেকর্ড ভেঙ্গে দিয়েছেন। খেলোয়াড় ট্রান্সফারে এত অর্থের ছড়াছড়ি আগে হয়নি। ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার ২২২ মিলিয়ন ইউরোতে যোগ দেন ফরাসী ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনে। বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্লাব স্পেনের জায়ান্ট বার্সিলোনা ছেড়ে দিয়েছেন। আর এ বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত তার স্বদেশী কিংবদন্তি ফুটবলার পেলে। তিনি দাবি করেন এই ট্রান্সফারের মাধ্যমে মহাতারকা হওয়ার আরও বড় সুযোগ তৈরি হয়েছে নেইমারের। আর সেটার রাস্তা তৈরি হয়েছিল ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস থেকে বার্সায় যোগদানের মাধ্যমে। সম্প্রতিই এক সাক্ষাতকারে ব্রাজিলের হয়ে তিন বিশ্বকাপ জেতা পেলে এসব কথা বলেন। ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে খেলেছেন চার বছর। ২০১৩ সালেই নেইমারকে নিয়ে বিশ্বের সব নামীদামী ক্লাবগুলোর মধ্যে শুরু হয়ে যায় টানাহেঁচড়া। শেষ পর্যন্ত বার্সিলোনা তাকে দলে ভিড়াতে সক্ষম হয় ৪ বছর আগে। সেখানে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির সতীর্থ হিসেবে খেলেছেন এতদিন নেইমার। অবশেষে ছেড়েছেন কাতালান শিবির। সান্তোসের গৌরবোজ্জ্বল অধ্যায়ের সঙ্গী ছিলেন পেলে। এরপর কাঁপিয়েছেন বিশ্ব। একই ক্লাব থেকে উঠে এসেছেন নেইমার। এখন ইউরোপজুড়ে খ্যাতি কুড়াচ্ছেন সান্তোসের সাবেক তারকা। হয়েছেন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়। তার হাত ধরেই ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার স্বপ্ন দেখছে ব্রাজিল। এমন এক খেলোয়াড়কে নিয়ে গর্ব না করে পারছেন না তিনবারের বিশ্বকাপ জয়ী পেলে। এক সাক্ষাতকারে নেইমারকে নিয়ে নিজের আশা-ভরসা ও গর্বের কথা জানালেন ব্রাজিলিয়ান গ্রেট। তিনি বলেন, ‘নেইমারের জন্য আমার মনে হয় পিএসজিতে যাওয়া সেরা একটা ঘটনা। আমি এটাকে সেরা ব্যাপার মনে করি এ জন্য যে সবসময় আলোচনা ছিল নেইমার-মেসি, নেইমার-মেসি। কিন্তু এখন তার এককভাবেই মহাতারকা হয়ে ওঠার সুযোগ রয়েছে।’ নেইমারের মধ্যে নিজের অতীতকে খুঁজে পান পেলেÑ সান্তোসে দুর্দান্ত, এরপর বিশ্বসেরা হওয়া। পিএসজির বর্তমান ফরোয়ার্ড তাকে কেবল আনন্দের স্মৃতি মনে করিয়ে দেন। পেলে জানালেন নেইমারকে নিয়ে সবার কৌতূহল তাকে উদ্বেলিত করে, ‘সবসময় লোকজন আমাকে নেইমারের ব্যাপারে জিজ্ঞাসা করে। যেখানেই যাই তার সম্পর্কে আমার কাছে জানতে চায় অনেকেই। আমি খুব গর্বিত কারণ আমার ছেলে এডিনহো (সান্তোসের সাবেক গোলরক্ষক) দুই/তিন বছর সান্তোসের তরুণ খেলোয়াড়দের কোচ ছিল এবং ওই সময় নেইমার ছিল ক্লাবে। আমি কয়েকবার নেইমারের বাবার সঙ্গে কথা বলেছিলাম। তাদের সঙ্গে কিছু ছবিও তুলেছি, ব্রাজিলে আমরা বাণিজ্যিক বিজ্ঞাপন করেছি। আমি খুব গর্ববোধ করি যে নেইমার সান্তোস থেকে এসেছে এবং আমার ছেলে তার কোচ ছিল। আশাকরি সে তার ক্যারিয়ারে ভাগ্যবান এবং সে ফুটবল খেলে যাবে।’ ২৫ বছর বয়সী নেইমারকে পেলের পর ব্রাজিলের অন্যতম সেরা একজন ফুটবলার হিসেবেই বিবেচনা করা হয়। অনেক খেলোয়াড়কে বিভিন্ন সময় ‘নতুন পেলে’ আখ্যা দেয়া হয়েছে। কিন্তু কেউ সত্যিকার অর্থে ফুটবলের এ আইকন হতে পারেনি। নেইমার তেমন কিছু করতে পারবেন কিনা জানেন না পেলে। তবে তার মতো প্রতিভাবানের উজ্জ্বল ভবিষ্যত দেখছেন তিনি, ‘আমি সান্তোস থেকে এসেছি, নেইমারও। যখন সে সান্তোসে এলো, তখন সে খুব ছোট। যখন সে শুরু করল, তখন আমার ছেলে আমাকে বলেছিলÑ সান্তোসে একটা ছেলে আছে যে সত্যিই অনেক ভাল। কিন্তু আমি বিশ্বাস করিনি। কয়েক বছর পর নেইমারের আবির্ভাব হলো। আশাকরি তারও সুন্দর একটা ভবিষ্যত আছে, যেমনটা আমার ছিল।’
×