ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিপিএল ফুটবল ॥ মুক্তিযোদ্ধা ০-২ ঢাকা আবাহনী

মুক্তিযোদ্ধাকে হারিয়ে একধাপ উন্নতি আবাহনীর

প্রকাশিত: ০৫:০০, ১২ সেপ্টেম্বর ২০১৭

মুক্তিযোদ্ধাকে হারিয়ে একধাপ উন্নতি আবাহনীর

স্পোর্টস রিপোর্টার ॥ ড্র করার আশঙ্কা থাকলেও শেষ পর্যন্ত জোড়া গোলে জিতে সমর্থকদের আশ্বস্ত করেছে বর্তমান লীগ চ্যাম্পিয়নরা। হ্যাঁ, ঢাকা আবাহনী লিমিটেডের কথাই বলছি। সোমবার বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে তারা বৃষ্টিভেজা ও কাদামাখা মাঠে অনুষ্ঠিত একমাত্র খেলায় জয় কুড়িয়ে নেয়। ২-০ গোলে হারায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে। যদিও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত লীগের ৪৪ নম্বর এ খেলায় প্রথমার্ধের স্কোরলাইন ছিল গোলশূন্য। আগের দিন খেলাটা ভেস্তে গিয়েছিল তুমুল বৃষ্টির ফলে মাঠ খেলার অনুপযোগী হওয়ায়। ফলে খেলাটা গড়িয়েছিল পরের দিন। নিজেদের অষ্টম খেলায় এটা আবাহনীর পঞ্চম জয়। পয়েন্ট ১৭। এ জয়ে তাদের অবস্থানের উন্নতি হলো একধাপ। তারা এখন চার থেকে উঠে এলো তিনে। টপকে গেল নবাগত সাইফ স্পোর্টিং ক্লাবকে (৭ খেলায় সাইফের পয়েন্ট ১৬)। আবাহনীর ওপরে এখন শেখ জামাল ক্লাব লিমিটেড (১৯ পয়েন্ট) এবং চট্টগ্রাম আবাহনী লিমিটেড (২২)। পক্ষান্তরে নিজেদের অষ্টম ম্যাচে এটা মুক্তিযোদ্ধার ষষ্ঠ হার। পয়েন্ট ৬। পয়েন্ট টেবিলে অবস্থান আগের মতোই নবম (১২ দলের মধ্যে)। ম্যাচের শুরুতে দুই দলের ফর্মেশন ছিল, মুক্তিযোদ্ধা ৪-৪-২, আবাহনী ৪-৩-৩। কিন্তু কোন দলই একাধিক আক্রমণ শাণিয়েও ফিনিশিংয়ের ব্যর্থতায় গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধে গোল পর্ব শুরু হয়। ম্যাচের তখন ৫২ মিনিট। মাঝ মাঠে আবাহনীর মিডফিল্ডার ইমন মাহমুদ পাস দেন লেফটব্যাক ওয়ালী ফয়সালকে। তিনি বাঁ পায়ে উঁচু করে বল ফেলেন বক্সের ভেতর, সতীর্থ ডিফেন্ডার নাসির উদ্দিন চৌধুরীর উদ্দেশে। নাসির অফসাইড ট্র্যাপে পড়বেন, এমনটা ভেবে মুক্তিযোদ্ধার ঘানাইয়ান ডিফেন্ডার আব্বাস ইনুশা দাঁড়িয়ে থাকেন। ভুলটা বুঝতে পারেন সঙ্গে সঙ্গেই। কারণ রেফারি আজাদ রহমান যে অফসাইডের কোন সংকেতই দেননি। এমন সুযোগ কে ছাড়ে। নাসিরও ছাড়েননি। বক্সে ঢুকে আরাম করে গোলরক্ষক উত্তম বড়ুয়াকে ওয়ান টু ওয়ান পজিশনে পেয়ে বাঁ পায়ের গড়ানো শটে বল পাঠান জালে। উত্তমের ডাইভ কোন কাজে আসেনি। এগিয়ে যায় আবাহনী, উল্লাসে ফেটে পড়েন চলতি লীগে ব্যক্তিগত দ্বিতীয় গোল করা নাসির (১-০)। ৮০ মিনিটে আবারও গোল করে জয় অনেকটাই নিশ্চিত করে ফেলে আবাহনী। প্রতিপক্ষের সীমানার ডানপ্রান্ত দিয়ে বল নিয়ে ডি বক্সে ঢুকে পড়েন আবাহনীর ফরোয়ার্ড রুবেল মিয়া। তিনি ডান পায়ের উঁচু যে লবটি ফেলেন, তা থেকে মাথা ছুঁইয়ে সহজেই লক্ষ্যভেদ করেন গাম্বিয়ান ফরোয়ার্ড ল্যান্ডিং ডার্বোয়ে (২-০)। চলতি লীগে এটা তার ব্যক্তিগত তৃতীয় গোল। ব্যবধান দ্বিগুণ করে ১৬ বারের লীগ চ্যাম্পিয়ন আবাহনী। এরপর আর কোন গোল না হলে পূর্ণ তিন পয়েন্ট পাওয়ার আনন্দ নিয়ে দ্রাগো মামিচের শিষ্যরা এবং টানা পঞ্চম ম্যাচের হারের তেতো স্বাদ নিয়ে মাঠ ছাড়ে মাসুদ পারভেজের শিষ্যরা।
×