ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ন্যুক্যাম্পে জুভেন্টাসের মুখোমুখি বার্সিলোনা

প্রকাশিত: ০৫:০০, ১২ সেপ্টেম্বর ২০১৭

ন্যুক্যাম্পে জুভেন্টাসের মুখোমুখি বার্সিলোনা

স্পোর্টস রিপোর্টার ॥ আবারও শুরু হচ্ছে ইউরোপের ক্লাব ফুটবলের শীর্ষ লড়াই উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ। আজ থেকে মাঠে গড়াচ্ছে গ্রুপ পর্বের খেলা। প্রথম দিনেই মাঠে নামছে বার্সিলোনা, জুভেন্টাস, প্যারিস সেইন্ট-জার্মেইন (পিএসজি), বেয়ার্ন মিউনিখ, এ্যাটলেটিকো মাদ্রিদ, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো পরাশক্তিরা। ‘ডি’ গ্রুপের হাইভোল্টেজ ম্যাচে আজ রাতে মুখোমুখি হচ্ছে বার্সিলোনা ও জুভেন্টাস। বার্সার মাঠ ন্যুক্যাম্পে হবে প্রথম লেগের ম্যাচটি। আরেক ম্যাচে লড়বে অলিম্পিয়াকোস ও স্পোটিং সিপি। ‘সি’ গ্রুপে ঘরের মাঠ লন্ডনের স্টামফোর্ড ব্রিজে চেলসি খেলবে আজারবাইজানের ক্লাব কারাবাগের বিপক্ষে। গ্রুপের আরেক ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে রোমা ও এ্যাটলেটিকো মাদ্রিদ। ‘বি’ গ্রুপের ম্যাচে নিজেদের মাঠ মিউনিখের এ্যালিয়েঞ্জ এ্যারানায় বেলজিয়ামের ক্লাব আন্ডারলেচটের বিপক্ষে খেলবে জার্মান পরাশক্তি বেয়ার্ন মিউনিখ। গ্রুপের আরেক ম্যাচে ফরাসী ক্লাব পিএসজি খেলবে স্বাগতিক স্কটিশ ক্লাব সেল্টিকের বিপক্ষে। এই ম্যাচের মধ্য দিয়ে পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লীগে অভিষেক হচ্ছে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের। ‘এ’ গ্রুপের দুটি ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড-বাসেল ও বেনফিকা-সিএসকেএ মস্কো। ২০১৫ সালে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে জুভেন্টাসকে হারিয়ে শিরোপা জিতেছিল বার্সিলোনা। গত আসরে কোয়ার্টার ফাইনালে বার্সাকে বিদায় করেই সেমিতে উঠে ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হেরে গিয়েছিল জুভেন্টাস। এবার গ্রুপ পর্বেই সেই হারের বদলা নেয়ার সুযোগ পাচ্ছে স্প্যানিশ জায়ান্টরা। এ লক্ষ্যেই মেসি, সুয়ারেজরা ন্যুক্যাম্পে প্রস্তুত জুভদের বিপক্ষে খেলতে। ?স্প্যানিশ লা লিগার নতুন মৌসুমে দারুণ ছন্দে আছে কাতালানরা। গত শনিবার কাতালান ডার্বিতে এস্পানিওলকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্নেস্টো ভালভার্ডের দল। বার্সার দুর্দান্ত জয়ের দিনে হ্যাটট্রিক করেন লিওনেল মেসি। লক্ষ্যভেদ করেন লুইস সুয়ারেজ। লা লিগায় চলতি মৌসুমে টানা তৃতীয় জয় পেয়েছে কাতালানরা। এবার উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ মিশনে নামছে মেসি-সুয়ারেজরা। চ্যাম্পিয়ন্স লীগের গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে ঘাম ঝরানো অনুশীলন করেছে বার্সিলোনা। কোচ ভালভার্দের অধীনে মেসি-সুয়ারেজের সঙ্গে অনুশীলনে ছিলেন নতুন রিক্রুট উসমান ডেম্বেলেও। এস্পানিওলের বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবেই নেমেই বার্সিলোনার জার্সিতে অভিষেক হয় ডেম্বেলের। নিজের প্রথম ম্যাচে সুয়ারেজের গোলটিতে এ্যাসিস্ট করেন বরুসিয়া ডর্টমুন্ড থেকে যোগ দেয়া এই ফরাসী তারকা। প্রাক মৌসুম প্রস্তুতিতে যুক্তরাষ্ট্রের মাটিতে মুখোমুখি হয়েছিল বার্সিলোনা ও জুভেন্টাস। সেই ম্যাচে ২-১ গোলে জয় পায় কাতালানরা। ন্যুক্যাম্পে তাই মানসিকভাবে এগিয়ে থেকেই খেলতে নামছেন মেসিরা।গত আগস্টে গ্রুপ পর্বের ড্র হয়। ড্র অনুষ্ঠানে দুই স্প্যানিশ চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনা ও রিয়াল মাদ্রিদ ছিল আলাদা আলাদা বিভাগে। ভাগ্যের খেলায় স্পেনের শীর্ষ দুই ক্লাব একই গ্রুপে পড়ে যাওয়ার সম্ভাবনাও ছিল। তবে শেষ পর্যন্ত তেমনটা হয়নি। এবার মৃত্যুকূপ বলা যেতে পারে ‘সি’ গ্রুপকে। এই গ্রুপের বাধা পেরিয়ে পরবর্তী রাউন্ডে যেতে বেশ কষ্টই করতে হবে চেলসি, এ্যাটলেটিকো মাদ্রিদ, রোমা ও কারাবাগকে। আজ ও আগামীকাল গ্রুপ পর্বের প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় রাউন্ডের খেলা মাঠে গড়াবে ২৬ ও ২৭ সেপ্টেম্বর। অক্টোবরের মাঝামাঝিতে (১৭ ও ১৮ অক্টোবর) তৃতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। চতুর্থ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে ৩১ অক্টোবর ও ১ নবেম্বর। নবেম্বর-ডিসেম্বরে গ্রুপ পর্বের পঞ্চম ও ষষ্ঠ/শেষ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। ২১ ও ২২ নবেম্বর পঞ্চম রাউন্ডের এবং ৫ ও ৬ ডিসেম্বরে ষষ্ঠ রাউন্ডের খেলা মাঠে গড়াবে।
×