ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে বাসের ধাক্কায় হত ২ বিদ্যুতস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রকাশিত: ০৪:১৮, ১২ সেপ্টেম্বর ২০১৭

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে বাসের ধাক্কায় হত ২ বিদ্যুতস্পৃষ্টে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে ট্রেনে কাটা পড়ে ও বাসের ধাক্কায় শিশুসহ দুজন নিহত হয়েছেন। পুরান ঢাকার আলুবাজারে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এদিকে হাজারীবাগে র‌্যাবের বন্দুকযুদ্ধে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছে। এ সময় আরও তিন ছিনতাইকারী গ্রেফতার করা হয়েছে। সোমবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সোমবার বিকেলে মালিবাগ রেলগেট সংলগ্ন রেললাইনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক (১০) শিশুর মৃত্যু হয়েছে। রমনা থানার উপ-পরিদর্শক এরশাদ জানান, বিকেল ৪টার দিকে মালিবাগ রেলগেট এলাকায় রেললাইন পার হচ্ছিল। এ সময় কমলাপুরগামী একটি ট্রেনের নিচে ওই শিশুটি কাটা পড়ে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বিকেল ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে একইদিন মিরপুরে বাসের ধাক্কায় আবুল কালাম (৪০) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহতের বাবার নাম আব্দুল খালেক। তিনি মিরপুরের শাহ আলীবাগ এলাকার ১৪৮/২ নম্বর বাড়িতে বসবাস করতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে মিরপুর ১০ নম্বর গোলচত্বরের কাছে রাস্তা পার হচ্ছিলেন আবুল কালাম। এ সময় পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। এ সময় শিখর পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে খবর পেয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোঃ নাসির তাকে উদ্ধার করে বিকেলে সোয়া ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিকেল ৫টার দিকে তার লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে বলে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান। হাসপাতালে প্রত্যক্ষদর্শী এক পথচারী সেলিম জানান, নিহত ব্যক্তির পকেটে পাওয়া ভোটার আইডি কার্ড থেকে তার পরিচয় জানা গেছে। এ ঘটনায় পুলিশ ওই বাসের চালক মিরাজকে আটক করেছে। বিদ্যুতস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ॥ পুরান ঢাকার আলুবাজারে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মোবারক হোসেন (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের বাবার নাম শাহ আলম। গ্রামের বাড়ি বিক্রমপুর-মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানা এলাকায়। সে পুরান ঢাকার আলুবাজার নর্থ সাউথ রোডের আঁখি এন্টারপ্রাইজ নামের একটি স্যানিটারি দোকানে কাজ করত। দোকানের পাশে আলুবাজার চৌরাস্তায় একটি বাসায় ভাড়া থাকত। সোমবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান। দোকান মালিক আলতাফ হোসেন জানান, সোমবার সকালে নাস্তা খাওয়ার জন্য মোবারক বাসা থেকে বের হয়। বৃষ্টির কারণে বাসার সামনের রাস্তায় পানি জমেছিল। রাস্তার পাশ দিয়ে পানি পারিয়ে যাবার সময় হাত দিয়ে বৈদ্যুতিক খাম্বা ধরার মুহূর্তে বিদ্যুতায়িত হয়। পরে বিদ্যুত সংযোগ বন্ধ করে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। সেখানে থেকে দুপুরে তাকে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পাঁচ ছিনতাইকারী গ্রেফতার ॥ রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধে র‌্যাবের বন্দুকযুদ্ধে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছে। এরা হচ্ছে, শেখ কাবুল (৩৮) ও আব্দুল হক (৩৫)। পরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। র‌্যাব-২ এর অধিনায়ক ইফতোরুল মাবুদ জানান, রবিবার রাতে হাজারীবাগ বেড়িবাঁধের ‘আরএস পেট্রোল’ পাম্পের কাছে ছিনতাইকারীদের একটি দলের অবস্থানের খবর পান তারা। এরপর র‌্যাবের একটি টহল দল ঘটনাস্থলে যাওয়া মাত্র ছিনতাইকারীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছুড়ে। উভয়ের গুলিবিনিময়ে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। অধিনায়ক ইফতোরুল মাবুদ জানান, ঘটনাস্থল থেকে আরও তিনজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে পাঁচ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশী পিস্তল ও ২টি ম্যাগজিন জব্দ করা হয়েছে।
×