ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টিফিন বক্স বিতরণ

প্রকাশিত: ০৬:৪৩, ১১ সেপ্টেম্বর ২০১৭

টিফিন বক্স বিতরণ

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ১০ সেপ্টেম্বর ॥ রবিবার দুপুরে কেশবপুরের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক উপজেলার বিদ্যানন্দকাটি ও হাসানপুর ইউনিয়নের ২৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ হাজার ৬শ’ ৮৪ ছাত্রছাত্রীদের মাঝে টিফিন বক্স বিতরণ করেন। বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অধিদফতরের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মিজানূর রহমানের সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন যশোর জেলা শিক্ষা অফিসার তাপস কুমার অধিকারী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কবির হোসেন, থানার অফিসার ইনচার্জ এস এম আনোয়ার হোসেন। সড়ক পাকা করার দাবি নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১০ সেপ্টেম্বর ॥ রবিবার বিকেলে শ্রীবরদী সীমান্তের মেঘাদল-হাড়িয়াকোনা সড়ক পাকাকরণের দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছরিন বেগম ফাতেমার উদ্যোগে স্থানীয় মেঘাদল চৌরাস্তা বাজারে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে বলা হয়, শ্রীবরদীর সীমান্তবর্তী সর্ববৃহৎ সিংগাবরনা ইউনিয়নের আওতাধীন মেঘাদল চৌরাস্তা বাজার হতে হাড়িয়াকোনা পর্যন্ত ৫ কিমি. রাস্তাটি প্রতিদিন গড়ে ৫ হাজারেরও বেশি মানুষ ব্যবহার করে। এ অঞ্চলে আদিবাসীদের বসবাসই বেশি। সারাবছর বিভিন্ন ধরনের সবজি চাষসহ জুম চাষ করা হয় ওই অঞ্চলে, যা ন্যায্যমূল্যে বিক্রি হলে এলাকাবাসীর অর্থনৈতিক উন্নয়ন সম্ভব।
×