ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় ও সহায়তা দেয়ায় বাংলাদেশের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৫:০৮, ১১ সেপ্টেম্বর ২০১৭

রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় ও সহায়তা দেয়ায় বাংলাদেশের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র

কূটনৈতিক রিপোর্টার ॥ মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় ও সহায়তা দেয়া অব্যাহত রাখায় বাংলাদেশের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। রবিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা বলা হয়। ওই বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র হেদার নোয়ার্ট বলেন, ২৫ আগস্ট রাখাইনে সহিংস হামলা এবং গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেয়াসহ বিভিন্নভাবে মানবাধিকার চরম লঙ্ঘনের অভিযোগ পাওয়া যাচ্ছে। এরপর থেকে এখন পর্যন্ত প্রায় ২ লাখ ৭০ হাজার রোহিঙ্গা মিয়ানমার থেকে প্রাণভয়ে পালিয়ে বাংলাদেশে এসে ঢুকেছে বলে জাতিসংঘের ঘোষণায় বলা হয়েছে। এই ঘোষণায় আমরা খুব বেশি উদ্বিগ্ন। তিনি জানান, যুক্তরাষ্ট্র জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার, আন্তর্জাতিক রেডক্রস কমিটি এবং আন্তর্জাতিক অভিবাসন সংগঠনসহ সব সহযোগীকে নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে আক্রান্ত জনগোষ্ঠীকে জরুরী সহায়তা দেয়ার বিষয়টি নিবিড়ভাবে সমন্বয় করছে। গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত মিয়ানমার থেকে ঘরহারা রোহিঙ্গা জনগোষ্ঠীদের মানবিক সহায়তার জন্য যুক্তরাষ্ট্র প্রায় ৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলার ব্যয় করেছে বলেও উল্লেখ করেন তিনি। হেদার নোয়ার্ট আরও বলেন, এই মানবিক দুর্যোগে উদার মনে সাড়া দেয়ায় এবং বিপদগ্রস্ত জনগণের কাছে প্রয়োজনীয় সাহায্য পৌঁছানো নিশ্চিত করতে চেষ্টা চালিয়ে যাওয়ায় আমরা বাংলাদেশ সরকারকে সাধুবাদ জানাই।
×