ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কিশোরীগঞ্জে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

প্রকাশিত: ০৪:৪০, ১০ সেপ্টেম্বর ২০১৭

কিশোরীগঞ্জে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ পুকুরে গোসল করতে গিয়ে চাচাত দুই বোনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে নীলফামারীর কিশোরীগঞ্জ সদর ইউনিয়নের বাজেডুমরিয়া গ্রামে। নিহত শিশু দুইজন হলো ওই গ্রামের আব্দুল কাইয়ুমের মেয়ে কুহুলী (৫) ও খেরু মাহমুদের মেয়ে লাভলী (৬)। তারা বাজেডুমরিয়া ২ নম্বর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। এলাকাবাসী জানায়, শনিবার বিকেলে দুজনে স্কুলের পাশের পুকুরে গোসল করতে নামলে ডুবে যায়। স্থানীয়রা দুই শিশুকে পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। নাসরিন হত্যার বিচার দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৯ সেপ্টেম্বর ॥ জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী ডিগ্রী কলেজের ছাত্রী সদ্য বিবাহিত নাসরিন আক্তার হত্যার প্রতিবাদে, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। শনিবার দুপুরে লাহিড়ী ডিগ্রী কলেজের ছাত্র-ছাত্রীদের আয়োজনে কলেজ চত্বরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা পরিষদের সদস্য সুরাইয়া জেসমিন বিউটি, সহকারী অধ্যাপক দেলওয়ার হোসেন সিদ্দিকি, প্রভাষক হুমায়ুন কবির, বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নাসরিনের হত্যাকারীদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং পরবর্তীতে আরও কঠোর আন্দোলন শুরু করা হবে। নীলফামারীতে মোবাইল সিম প্রতারক আটক স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সাধারণ মানুষকে বোকা বানিয়ে তাদের জাতীয় পরিচয়পত্রের নম্বর ব্যবহার করে ও আঙ্গুলের ছাপ নিয়ে বিভিন্ন অপরাধচক্রের মোবাইল সিম সরবরাহের অপরাধে সিম ব্যবসায়ী আতিকুজ্জামানকে আটক করা হয়েছে। সহকারী পুলিশ সুপার শাহীনুর কবিরের নেতৃত্বে শনিবার ভোরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার অবৈধ ৩টি ফিঙ্গারিং স্ক্যানার, ৩টি ট্যাব এবং ৭৭টি বিভিন্ন কোম্পানির সিম জব্দ করা হয়।
×