ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শ্রীনগরে বিএনপিতে কোন্দল ॥ পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: ০৪:৩৩, ১০ সেপ্টেম্বর ২০১৭

শ্রীনগরে বিএনপিতে কোন্দল ॥ পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগরে একই স্থানে বিএনপির দু’গ্রুপের সমাবেশকে কেন্দ্র করে এক গ্রুপের সমাবেশ প- হয়ে গেছে। শনিবার সকালে অপর পক্ষের বাধা উপেক্ষা করে মিছিল বের করলে পুলিশ প্রথমে ধাওয়া দিয়ে তা ছত্রভঙ্গ করে দেয়। পরে তারা শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশ করে। দুপুরের দিকে বিক্ষিপ্তভাবে সংঘর্ষের ঘটনায় দু’গ্রুপেরই কয়েকজন কর্মী আহত হয়। এর আগে উপজেলা বিএনপির শহিদুল ইসলাম-আবুল কালাম কানন গ্রুপ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেউলভোগ সিনেমা হলের সামনে সমাবেশ আহ্বান করে। একই স্থানে খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা ও পকেট কমিটি বাতিলের দাবিতে সমাবেশ আহ্বান করে মমিন আলী-দেলোয়ার হোসেন গ্রুপ। এ নিয়ে দু’গ্রুপেই উত্তেজনা শুরু হয়। গত শুক্রবার বিকেলে মমিন আলী- দেলোয়ার হোসেন গ্রুপের নেতা-কর্মীরা মিছিল বের করে। এর পরপরই উত্তেজনা বাড়তে থাকে। উপজেলার দেউলভোগ বাজার ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারির গুঞ্জন শুরু হয়। সতর্ক অবস্থান নেয় পুলিশ। পুলিশের একাধিক টিম দেউলভোগ সিনেমা হল ও প্রেসক্লাব সংলগ্ন আবুল কালাম কাননের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে টহল দিতে শুরু করে। এসময় জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুক্রবার রাত ৯টার দিকে পুলিশ শহিদুল ইসলাম-কানন গ্রুপের পূর্ব নির্ধারিত সমাবেশটি করতে নিষেধাজ্ঞা প্রদান করে। এই গ্রুপের নেতারা শনিবার এক প্রেস ব্রিফিংয়ে দাবি করেন পুলিশী নিষেধাজ্ঞার কারণে দেউলভোগ সিনেমা হলের সামনে সমাবেশটি না হওয়ায় তাদের নেতা-কর্মীরা উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রতিবাদ সমাবেশ করেছে। অপরদিকে মমিন আলী-দেলোয়ার হোসেন গ্রুপের লোকজন শনিবার সকাল ১০টার দিকে উপজেলার ডাকবাংলো ও ধাইসার এলাকায় জড়ো হয়ে মিছিল বের করে। পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে তারা পুনরায় একত্রিত হয়ে শ্রীনগর বাজারের যুবদল কার্যালয়ের সামনে মিছিল ও সমাবেশ করে। এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ সেলিম হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, কেন্দ্রীয় যুবদল নেতা তাজুল ইসলাম প্রমুখ।
×