ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জলবুরুঙা নদীতে সেতু নেই ॥ ঝুঁকি নিয়ে পারাপার

প্রকাশিত: ০৪:২৬, ১০ সেপ্টেম্বর ২০১৭

জলবুরুঙা নদীতে সেতু নেই ॥ ঝুঁকি নিয়ে পারাপার

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ গৌরীপুরের জলবুরুঙা নদীতে একটি ব্রিজের অভাবে অচিন্তপুর ও সহনাটি ইউনিয়নের শিক্ষার্থীসহ লক্ষাধিক মানুষকে ঝুঁকি নিয়ে প্রতিদিন নৌকায় পারপার হতে হচ্ছে। ব্রিজ না থাকায় কৃষকদের মালামাল পরিবহনেও ভোগান্তিতে পড়তে হচ্ছে।মিলছে না পণ্যের ন্যায্য দাম। সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছে রোগী ও স্বজনরা। ঝুঁকি নিয়ে নদী পারপারের সময় প্রতিবছর ঘটছে দুর্ঘটনা। এলাকাবাসীর অভিযোগ, নির্বাচন এলেই ব্রিজ নির্মাণে প্রতিশ্রুতি দেয়া হয়। কিন্তু নির্বাচনের পর প্রতিশ্রুতির বাস্তবায়ন হয় না। দেখা মেলে না রাজনৈতিক দলের নেতৃবৃন্দের। এ নিয়ে ক্ষুব্ধ ও হতাশ এলাকাবাসী। স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ জানান, ব্রিজটি নির্মাণে জাতীয় সংসদে স্থানীয় সরকারমন্ত্রীর দৃষ্টি আকর্ষণসহ নানা পদক্ষেপ নেয়া হয়েছে। চলতি সালেই ব্রিজটি নির্মাণ করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। এলজিইডির স্থানীয় নির্বাহী প্রকৌশলী মোশাররফ হোসেন জানান, ব্রিজ নির্মাণে সয়েল টেস্ট ও সরেজমিন নক্সাসহ প্রাক্কলন তৈরি করে মন্ত্রণালয়ে জমা দেয়া হয়েছে। চলতি বছরের নবেম্বর নাগাদ ব্রিজের টেন্ডার আহবান করে কাজ শুরু করা হবে বলে জানান। গৌরীপুর উপজেলা সদর থেকে মাত্র ১৭ কিলোমিটার দূরের অচিন্তপুর ও সহনাটি ইউনিয়নকে বিভক্ত করে রেখেছে ব্রহ্মপুত্র নদের শাখা জলবুরুঙা নদী। নদীর একপাশে সহনাটি, ঈশ্বরগঞ্জ, সরিষা, সোহাগী, নান্দাইল ও আঠারবাড়ি এলাকা।গৌরীপুর উপজেলা সদর হয়ে জেলা সদরে যেতে এসব এলাকার মানুষকে এই নদী পার হতে হয়। আরেকপাশে নেত্রকোনার কেন্দুয়া ও অচিন্তপুরসহ বিভিন্ন এলাকা রয়েছে।অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম অন্তর জানান, জীবন-জীবিকার তাগিদে ও লেখাপড়ার জন্য শিক্ষার্থীসহ দৈনিক অন্তত পাঁচ হাজার মানুষকে এই নদী পারাপার হতে হচ্ছে আর ব্রিজ না থাকায় দুই পারের যোগাযোগ ব্যবস্থাও নাজুক। ফলে বর্ষা মৌসুমে কাদাজলে একাকার অবস্থা রাস্তা পাড়ি দিয়ে ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার হতে হচ্ছে জলবুরুঙা নদী।
×