ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বন্যার্তদের মাঝে নর্থ সাউথ ভার্সিটি

প্রকাশিত: ০৫:৩১, ৮ সেপ্টেম্বর ২০১৭

বন্যার্তদের মাঝে নর্থ সাউথ ভার্সিটি

বন্যাকবলিত গাইবান্ধা, কুড়িগ্রাম, জামালপুর এবং ফরিদপুর জেলার ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ওষুধ বিতরণ করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যালস সায়েন্স বিভাগ ও ফারসিউটিক্যালস ক্লাবের যৌথ উদ্যোগে ত্রাণ ও ওষুধ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। উপস্থিত ছিলেনÑ উপ-উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক গিয়াস ইউ আহসান, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক হাসান মাহমুদ রেজা, ফার্মাসিউটিক্যালস ক্লাবের শিক্ষক উপদেষ্টা নুসরাত হোসেন এবং ফার্মেসি বিভাগের শিক্ষকবৃন্দ। ফার্মাসিউটিক্যালস সায়েন্স বিভাগের শিক্ষক ও ছাত্রছাত্রীরা চারটি দলে বিভক্ত হয়ে গাইবান্ধা, কুড়িগ্রাম, জামালপুর ও ফরিদপুর জেলায় খাবার স্যালাইন, সর্দিজ্বর ও বিভিন্ন পানিবাহিত রোগের অত্যাবশ্যকীয় ওষুধসহ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, চিড়া, মুড়ি, চাল, ডাল ইত্যাদি শুকনা খাবার প্রদান করেন। -বিজ্ঞপ্তি
×