ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চেহারা শনাক্তকরণে সফটওয়্যার

প্রকাশিত: ০৪:৫৬, ৮ সেপ্টেম্বর ২০১৭

চেহারা শনাক্তকরণে সফটওয়্যার

চেহারা ঢেকে রেখেও রেহাই পাবে না অপরাধী। মানুষের মুখচ্ছবি শনাক্ত করতে ডিএফআই নামে নতুন এক সফটওয়্যার আবিষ্কার করা হয়েছে। এটি দিয়ে চেহারা বিভিন্ন পয়েন্টের মানচিত্র তৈরি করে ব্যক্তির পরিচয় প্রকাশ করা হবে। কোন অপরাধী যদি মুখোশ কিংবা কাপড় দিয়ে মুখ ঢেকে রাখেন, এ ব্যবস্থা দিয়ে সহজেই তাদের পরিচয় জানা যাবে।- মেইল অনলাইন বিড়াল বাঁচাতে ট্রেন থামল! ভারতের পশ্চিম মুম্বাইয়ের চার্চগেট স্টেশন। সেখানে ঢোকার কিছু আগে হঠাৎ করে ট্রেন থামিয়ে দেন চালক। সিগন্যাল সবুজ থাকা সত্ত্বেও ট্রেন থেমে যাওয়ায় যাত্রীরা রেগে যান। কেউ কেউ ক্ষোভ প্রকাশ করতেও শুরু করেন। ঠিক তখনই দেখা গেল আসল ঘটনাটি। এক যাত্রী ট্রেন থেকে থেমে লাইনে বসা একটি বিড়ালকে সরিয়ে দেন। বিড়ালটিকে বাঁচাতেই ট্রেনটিকে থামিয়েছেন চালক।-পিটিআই
×