ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে কৃষক খুন

প্রকাশিত: ০৬:১১, ৭ সেপ্টেম্বর ২০১৭

সিরাজগঞ্জে কৃষক খুন

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সলঙ্গায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে আব্দুল মোতালেব (৪৫) নামে এক কৃষককে শ্বাসরোধ ও কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার সকালে সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের চক গোবিন্দপুর এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তার বাড়িও চক গোবিন্দপুর গ্রামে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ আব্দুল মমিন ও রবিউল নামে দুই সহোদরকে আটক করেছে। নিহতের স্বজনরা জানায়, মঙ্গলবার রাতে বাড়ির পাশে বাউল গান শুনতে যান কৃষক আব্দুল মোতালেব। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। বুধবার সকালে বাড়ির পার্শ্ববর্তী চাঁদ আলীর বাড়ির খড়ের পালায় তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ফরিদপুরে ব্যবসায়ী নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, ফরিদপুরে দেলোয়ার হোসেন ওরফে দুলাল (৪০) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় থ্রি স্টার মোটরস নামে ওই ব্যবসায়ীর খুচরো যন্ত্রাংশের দোকান থেকে গলায় রশি বাধা ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। দেলোয়ার হোসেন শহরের গোয়ালচামট মহল্লার (ট্রাক স্ট্যান্ডের পেছনে) বিল্লাল হোসেনের ছেলে। শরীয়তপুরে ভাতিজা নিজস্ব সংবাদদাতা শরীয়তপুর থেকে জানান, নড়িয়া উপজেলার পাঁচক গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বুধবার বিকেলে চাচার হাতে ভাতিজা খুন হয়েছে। এ সময় আরও দুই জন আহত হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, পাঁচক গ্রামের নাছির মগদম এবং তার বড় ভাই মহিউদ্দিন মগদমের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার বিকেলে বাড়ির উঠানে টিউবওয়েলের পানি নেয়াকে কেন্দ্র করে দুই ভাই ও ভাতিজাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। এ সময় মহিউদ্দিন মগদম উত্তেজিত হয়ে তার ভাতিজা নজরুল ইসলাম মগদমকে (১৮) কুপিয়ে জখম করে। প্রতিবেশীরা নজরুল ইসলামকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যশোরে কিশোর স্টাফ রিপোর্টার যশোর অফিস থেকে জানান, যশোরে মুক্তেশ্বরী নদীর কচুরিপানার নিচ থেকে বুধবার দুপুরে আনারুল ইসলাম আনার(১৫) নামে এক কিশোরের লাশ উদ্ধার হয়েছে, যাকে দুদিন আগে অপহরণ করা হয়েছিল। এদিকে, অপহরণ ও হত্যায় মিজান নামে এক ব্যক্তিকে অভিযুক্ত করছে পুলিশ। খুন করার পর মিজান অনুশোচনায় বিষপান করেছিল। তাকে হাসপাতালে চিকিৎসাধীন আটক করে পুলিশ। নিহত আনারুল ইসলাম আনার কাঠমিস্ত্রির কাজ করত। সে শহরতলির পুলেরহাটের কাছে তফসিডাঙ্গার জনৈক আলমগীর গাজির ছেলে। তার লাশটি পাওয়া যায় পুলেরহাটের মহসিন মাস্টারের মাছের খামারের উত্তর পাশে মুক্তেশ্বরী নদীতে। বাবা আলমগীর গাজি বলেন, একই এলাকার মিজানদের সঙ্গে জায়গাজমি নিয়ে আমাদের বিরোধ রয়েছে। সে কারণে আমার ছেলেকে মিজানসহ ৫-৭ দুর্বৃত্ত অপহরণ করে নিয়ে যায় সোমবার রাত পৌনে ৮টার দিকে। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে ছেলের সন্ধান না পেয়ে আমি ঘটনাটি থানা পুলিশকে জানাই। কোতোয়ালি থানার এসআই সুকুমার কু-ু বিষয়টি দেখছিলেন। বুধবার দুপুরে মুক্তেশ্বরী নদী থেকে আনারের লাশ উদ্ধার করে পুলিশ। মানিকগঞ্জে নারী নিজস্ব সংবাদদাতা মানিকগঞ্জ থেকে জানান, সিংগাইরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পারুল বেগম (৪৫) নামের এক নারী প্রতিপক্ষের আঘাতে খুন হয়েছেন। বুধবার ভোরে সাভারের একটি বেসরকারী ক্লিনিকে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। পারুল বেগম ওই উপজেলার জয়মন্টপ ইউনিয়নের বাহাদিয়া গ্রামের সাইদুর রহমানের স্ত্রী। স্থানীয় ইউপি সদস্য পাভেল হোসেন জানান, শিমগাছ নষ্ট হওয়া নিয়ে মঙ্গলবার বিকেলে প্রতিবেশী জজ আলীর সঙ্গে পারুল বেগমের ঝগড়ার সৃষ্টি হয়। একপর্যায়ে জজ আলী তার তিন ছেলে জসিম, ওয়াসিম, মনির পারুল ও তার স্বামীকে মারপিট করে। এ সময় জজ আলীর বড় ছেলে জসিম ধারালো অস্ত্র দিয়ে পারুল বেগমকে আঘাত করে। পরিবারের সদস্যরা পারুলকে উদ্ধার করে সাভারের একটি ক্লিনিকে ভর্তি করে। ক্লিনিকে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। নওগাঁয় বড় ভাই নিজস্ব সংবাদদাতা, নওগাঁ থেকে জানান, নওগাঁর রানীনগরের পল্লীতে জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাই খুন করল বড় ভাই পারেজ আলী মোল্লাকে (৬৫)। বুধবার বেলা ১১টায় বিবদমান ২ কাঠা জমি নিয়ে ছোট ভাই আজাদ হোসেন মোল্লা (৪৫) তার বাড়ির পাশের রাস্তায় বড় ভাইকে বেধড়ক মারধরের একপর্যায়ে লাঠি দিয়ে সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যায়। নিহত পারেজ আলী উপজেলার একডালা ইউনিয়নের পাঁচুপুর গ্রামের মৃত কাশেম মোল্লার ছেলে। পুলিশ জানায়, নিহতরা সাত ভাই। সামান্য কিছু জমি নিয়ে তার ছোট ভাই আজাদ হোসেন মোল্লার সঙ্গে বেশকিছু দিন ধরে বিবাদ চলছিল। ঠাকুরগাঁওয়ে যুবক নিজস্ব সংবাদদাতা ঠাকুরগাঁও থেকে জানান, বালিয়াডাঙ্গী উপজেলায় জমি নিয়ে বিরোধে বাড়িতে হামলা চালিয়ে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ সময় আহত হয়েছে আরও তিনজন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে পুলিশ পুরুষ ও মহিলাসহ ৯ জনকে আটক করে।বুধবার উপজেলার আমজানখোর ইউনিয়নের উদয়পুর তালবস্তি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান বালিয়াডাঙ্গী থানা পুলিশ। নিহত শাহ আলম (২৩) ওই গ্রামের আফাজ উদ্দীনের ছেলে। আহত আফাজ উদ্দীন, তার ভাই ইকবাল হোসেন ও দুলালকে চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাতজনকে আটক করেছে। বাগেরহাটে লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার বাগেরহাট থেকে জানান, মোল্লাহাটে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল নয়টার দিকে বাগেরহাট-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার চাঁদের হাট এলাকার যাত্রী ছাউনির পাশে একটি অর্জুন গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়। ওসি আবু সাঈদ মোঃ খায়রুল আনাম জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে অর্জুন গাছ থেকে গামছা পেঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। মরদেহটির আনুমানিক বয়স ৪০ বছর। পটিয়ায় বৃদ্ধ নিজস্ব সংবাদদাতা পটিয়া থেকে জানান, পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ছিলাশাহ্ মার্কেটের দক্ষিণ পাশের একটি ধানি জমি থেকে এক বৃদ্ধের গলিত লাশ পুলিশ উদ্ধার করেছে। বৃদ্ধের নাম সামশুল ইসলাম (৭০)। বুধবার সন্ধ্যা ৭টায় পটিয়া থানা পুলিশ গলিত লাশটি উদ্ধার করে। পানছড়িতে ভাসমান লাশ সংবাদদাতা পানছড়ি, খাগড়াছড়ি থেকে জানান, পানছড়ির চেংগী নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে চারটার দিকে পানছড়ি থানা পুলিশ মানিক্যপাড়া এলাকা থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৪টার দিকে মরদেহটি চেংগী-লোগাংয়ের দিক ভেসে আসতে দেখে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তা উদ্ধার করে।
×