ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কঠোর অনুশীলন কাজে লাগায় সন্তুষ্ট ওয়ার্নার

মুস্তাফিজের ভাবনায় জয় কিংবা ড্র

প্রকাশিত: ০৫:৩৭, ৭ সেপ্টেম্বর ২০১৭

মুস্তাফিজের ভাবনায় জয় কিংবা ড্র

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে ॥ পিছিয়ে পড়লেও তৃতীয়দিনে বাংলাদেশের বোলাররা যেভাবে ফিরে এসেছেন তাতে করে এই ম্যাচে জয় পাওয়া কিংবা ড্র করা কোনটিকেই অসম্ভব মনে করছেন না ইনিংসের সফলতম বোলার মুস্তাফিজুর রহমান। তিনি দাবি করেন ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে খেললে সাগরিকা টেস্টেও দারুণ কিছু করবে বাংলাদেশ দল। দুর্দান্ত বোলিং করেছেন মুস্তাফিজ। সাগরিকার উইকেটে এসে যেন ঝলসে উঠলেন ২২ বছর পূর্ণ করার দিনে। এ বাঁহাতি সবচেয়ে ভয়ানক এবং সবচেয়ে জরুরী ওয়ার্নারের উইকেটটাই দখল করলেন। অথচ প্রথম টেস্টে মিরপুরে কোন উইকেটের দেখা পাননি। কিন্তু চলতি টেস্টে একমাত্র পেসার হিসেবে উইকেট শিকারই শুধু করেননি, দলের স্পিনারদের টেক্কা দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছেন ৮৪ রান দিয়ে। এ বিষয়ে মুস্তাফিজ বলেন, ‘এমনিতে লেন্থ ওইভাবে বদলানো লাগেনি। কালকে আমরা ৬০ ওভারের মতো বোলিং করেছিলাম। উইকেট ওদের দুইটা পড়েছিল। সকালে কোচ-মুশফিক ভাই সবার অন্য রকম একটা কথা ছিল। প্রচেষ্টাটা একটু বেশি দিতে বলেছিলেন আর কি।’ জন্মদিনে উইকেট পেয়েছেন মূল্যবান ওয়ার্নারের। যার নেতৃত্বে গত বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদে খেলেছিলেন মুস্তাফিজ। যত দেখেছেন ততো মুগ্ধ হয়েছেন ওয়ার্নার এই বিস্ময় বোলারের মেধায়। এমনকি বাংলাও শিখেছেন তার কাছে। বিভিন্ন সময়ে প্রশংসা করা ওয়ার্নার এবার সেই মুস্তাফিজের কাছেই উইকেট দিয়েছেন। তবে এ বিষয়ে মুস্তাফিজ বলেন, ‘আইপিএলের একটা হোয়াটসএ্যাপ গ্রুপ আছে। সেখানে সবাই উইশ করছে। ওয়ার্নারও ছিল।’ ম্যাচশেষে ওয়ার্নার অবশ্য নিজ মুখেও সংবাদ সম্মেলনে মুস্তাফিজকে নিয়ে অনেক কথাই বলেছেন। তিনি বলেন, ‘খুবই ভাল বোলার মনে করি তাকে। কিন্তু আমার এটাও মনে হয় বাংলাদেশের উচিত ভালভাবে তার পরিচর্যা করা। আমরা দীর্ঘ সময় একসাথে কাটিয়েছি। কেউ যদি এক নম্বর স্ট্রাইক বোলার হয় তাহলে তার প্রতি যতœবান হতেই হবে। যখন কয়েকটি টেস্ট ম্যাচ, ওয়ানডে থাকবে তখনই গুরুত্ব হিসেবে তাকে ওয়ানডে, টি২০ ও টেস্ট খেলানো দরকার। কিন্তু আমি মনে করি সে বিচিত্র এক মেধা। তাই পুরোটাই তার ওপর যে একই সঙ্গে তিন ফরমেটে খেলবে নাকি একটি কিংবা দুটি ফরমেটে খেলবে।’ নিজের শতক অর্জনের পর মিরপুরে বলেছিলেন ক্যারিয়ারের অন্যতম অর্জন। কিন্তু এবার সাগরিকার সেঞ্চুরিটাকে তারচেয়েও এগিয়ে রাখলেন ওয়ার্নার।
×