ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অর্ধনগ্ন ছবির ক্ষতিপূরণ

প্রকাশিত: ০৫:০১, ৭ সেপ্টেম্বর ২০১৭

অর্ধনগ্ন ছবির ক্ষতিপূরণ

প্রিন্স উইলিয়ামের স্ত্রী কেট মিডলটনের অর্ধনগ্ন ছবি প্রকাশ করায় ফরাসী সাময়িকী ‘ক্লোজার’কে প্রায় ৯৭ লাখ ৫ হাজার টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে আদালত। ২০১২ সালে স্বামীর সঙ্গে ফ্রান্সে বেড়াতে গেলে কেটের এসব ছবি তুলে তা ক্লোজারসহ আয়ারল্যান্ডের ডেইলি স্টার ও ইতালির ‘চি’ সাময়িকীতে প্রকাশ করা হয়। -ইন্ডিপেন্ডেন্ট। এক মরিচ হাজার রুপী!! ভারতের কথিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং ভক্তদের কাছে একটি কাঁচা মরিচ এক হাজার রুপীতে বিক্রি করতেন। শুধু মরিচ নয়, মটরশুঁটির ১০টি দানা বিক্রি করতেন দুই হাজার রুপীতে, একটি ছোট বেগুন এক হাজার রুপী, একটি পেঁপে পাঁচ হাজার রুপী আর দুটি টমেটো দুই হাজার রুপীতে বিক্রি করতেন তিনি। নিজের ডেরায় চাষ করা এসব সব্জিকে ভক্তদের কাছে ঈশ্বরের প্রসাদ বলতেন রাম রহিম। ভক্তরাও তা বিশ্বাস করতেন। -ওয়েবসাইট
×