ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ চান ডাঃ দীপু মনি

প্রকাশিত: ০৬:০৩, ৬ সেপ্টেম্বর ২০১৭

মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ চান ডাঃ দীপু মনি

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ৫ সেপ্টেম্বর ॥ রোহিঙ্গা নিপীড়ন-নির্যাতন বন্ধে মিয়ানমার সরকারের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। মঙ্গলবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ আহ্বান জানান। তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায় মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করবেন বলে আমি আশা করি। পাশাপাশি বাংলাদেশ সরকার দ্বিপক্ষীয় আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য চেষ্টা চালাচ্ছেন। দীপু মনি বলেন, বাংলাদেশ সরকার মিয়ানমারের রোহিঙ্গা নিপীড়ন-নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আসছে। তাই আমরা আশা করছি, অবিলম্বে মিয়ানমার সরকার নিপীড়ন-নির্যাতন বন্ধ করবেন। স্থানীয় সরকার বিভাগ চাঁদপুর কার্যালয় সূত্রে জানা গেছে, ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’Ñ এই সেøাগানকে সামনে রেখে চাঁদপুরে ৮৯ ইউনিয়নে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হবে। এ সময় জেলার প্রতিটি ওয়ার্ডে ১০০ তাল, ফলদ, বনজ ও ঔষধিসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হবে। চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধনকালে উপস্থিত ছিলেনÑ জেলা প্রশাসক মোঃ আবদুস সবুর ম-ল, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ আবদুল হাই, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, বাগাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলায়েত হোসেন গাজী বিল্লাল প্রমুখ। মুন্সীগঞ্জে মানববন্ধন ‘জঙ্গীবাদ নিপাত যাক, মিয়ানমারের মানবতা মুক্তিপাক’Ñসেøাগানে মুন্সীগঞ্জে মানববন্ধন হয়েছে। মিরেশ্বরাই প্রতিভাবান সংগঠন এর আয়োজন করে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জ শহরের প্রেসক্লাবের সামনে জুবলী রোডে এই মানববন্ধন হয়। সংগঠনের সভাপতি মোঃ সুমন মিয়া, সাধারণ সম্পাদক রমজান হোসেন, প্রচার সম্পাদক মোঃ ফয়সাল, সহ-ক্রীড়া সম্পাদক মাহিম, সহকারী কোষাধ্যক্ষ জাহিদ হাসান, সিনিয়র সদস্য মোঃ হুমায়ূন কবীর প্রমুখ মানববন্ধনে উপস্থিত ছিলেন। এদিকে টঙ্গীবাড়িতে মিয়ানমারে গণহত্যার বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। উপজেলার পাঁচগাঁও বাজারে ‘স্বাধাীন দেশে স্বপ্নগড়ি’ সংগঠনের উদ্যোগে মঙ্গলবার সকাল ১০টায় এই কর্মসূচীর আয়োজন করা হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেনÑ সংগঠনটির সভাপতি এইচ এম রিংকু, সহসভাপতি সাদ্দাম খান, আহম্মেদ ইমু, মোঃ রাজিব, সাধারণ স¤পাদক শাহিন মিয়া, সহসম্পাদক মিজান মৃধা, মান্নান শেখ, সাংস্কৃতিক সম্পাদক, বিপ্লব বিশ্বাস, কার্যকারী সদস্য নাঈম ফকির ও হৃদয় ফকির প্রমুখ।
×