ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ড গেল এইচপি দল

প্রকাশিত: ০৫:২৭, ৬ সেপ্টেম্বর ২০১৭

ইংল্যান্ড গেল এইচপি দল

স্পোর্টস রিপোর্টার ॥ সিরিজ খেলতে ইংল্যান্ড গেল বিসিবি হাই পারফর্মেন্স ক্রিকেট দল। মঙ্গলবার সকালে দলের ক্রিকেটাররা ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ে। ইংল্যান্ডে গিয়ে এইচপি দল ইংলিশ কাউন্টি দলগুলোর দ্বিতীয় একাদশের বিপক্ষে খেলবে। সেখানে আটটি ওয়ানডে খেলবে তারা। দলটির নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। মঙ্গলবার সকাল ৮টায় কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন এইচপি দলের ক্রিকেটাররা। দুই সপ্তাহের সফরে গেল এইচপি দল। চোখের ব্যথার কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ থেকেই বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। তবে এইচপি দলে সৈকতকে রাখা হয়েছে। আগামী ৭ ও ৮ সেপ্টেম্বর নটিংহ্যাম, ১০ সেপ্টেম্বর নর্দান্যান্ট, ১১ সেপ্টেম্বর ল্যাঙ্কাশায়ার, ১২ সেপ্টেম্বর ওয়ারউইকশায়ার, ১৪ সেপ্টেম্বর উস্টারশায়ার, ১৫ সেপ্টেম্বর ওয়ারউইকশায়ার ও ১৭ সেপ্টেম্বর এমসিসি ক্লাবের দ্বিতীয় একাদশের বিপক্ষে খেলবে এইচপি দল। সফর শেষে ১৮ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে। অস্ট্রেলিয়া সফরের পর এবার এইচপির ১৬ ক্রিকেটার ইংল্যান্ড সফরে গেল। সৈকতের সঙ্গে জাতীয় দলে খেলা সাত ক্রিকেটারও আছেন এই দলে। দলে নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, তানভীর হায়দার, জাকির হাসান, সাদমান ইসলাম, ইরফান শুক্কুর, ইয়াসির আলী চৌধুরী, সাইফউদ্দিন, আল-আমিন, মেহেদী হাসান, জুবায়ের হোসেন, আবু হায়দার রনি, এবাদত হোসেন চৌধুরী, ইমরান আলী ইনাম, সৈয়দ খালেদ হোসেন ও শুভাশীষ রায় রয়েছেন। ইংল্যান্ড সফরে এইচপি দলটিকে নেতৃত্ব দিবেন দেশের হয়ে একটি টেস্ট খেলা নাজমুল হোসেন শান্ত। সৈকতের অবশ্য ইংল্যান্ডে যাওয়ার আরেক উদ্দেশ্য আছে। তিনি ইংল্যান্ডে গিয়ে চোখের চিকিৎসা করাবেন। আবার ম্যাচও খেলতে পারেন। হাই পারফর্মেন্স দল ॥ নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, সাদমান ইসলাম, তানভীর হায়দার (সহ-অধিনায়ক), ইরফান শুক্কুর, ইয়াসির আলী, সাইফউদ্দিন, আল-আমিন, মেহেদী হাসান, জুবায়ের হোসেন, আবু হায়দার রনি, এবাদত হোসেন, ইমরান আলী, সৈয়দ খালিদ হোসেন, শুভাশীস রায়। স্ট্যান্ড-বাই ॥ মেহেদী হাসান সিদ্দিক, আজমির আহমেদ, আবুল হাসান রাজু, আবু জায়েদ, নিহাদ-উজ-জামান।
×