ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮

প্রকাশিত: ০৫:৪৪, ৫ সেপ্টেম্বর ২০১৭

ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮

জনকণ্ঠ ডেস্ক ॥ ঈদের ছুটিতে দেশের বিভিন্নস্থানে সড়ক দুর্ঘটনায় ২৮ জন নিহত হয়েছে। এদের মধ্যে লক্ষ্মীপুরে পিতা-পুত্রসহ ৪, কুমিল্লায় ৪, টাঙ্গাইলে মা-মেয়ে, ময়মনসিংহের ভালুকায় ৩, কক্সবাজারে পিকনিকের বাস উল্টে ৩, রংপুরে ২, বরিশালে এক এসএসসি পরীক্ষার্থী, বাগেরহাটে এক পুলিশ সদস্য, ঈশ্বরদীতে একজন, সীতাকু-ে এক বৃদ্ধ, সৈয়দপুরে পিকআপ চালক, নেত্রকোনায় এক বৃদ্ধ, বাগেরহাটে ইজিবাইক চালক, কিশোরগঞ্জে মোটরবাইক চালক, নওগাঁর মান্দায় একজন এবং মাদারীপুরের কালকিনিতে বাসের ধাক্কায় এক মোটরবাইক আরোহী নিহত হয়। আমাদের স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতারা এসব খবর পাঠিয়েছেন। লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিক্সার সংঘর্ষে পিতা-পুত্রসহ ৩ অটোরিক্সা যাত্রী এবং চালকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক শিশু। ঈদের দিন শনিবার সকাল ১০টার দিকে রায়পুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে সদর উপজেলার মান্দারী বাজার এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকা থেকে লক্ষ্মীপুরগামী জোনাকি পরিহনের দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস চন্দ্রগঞ্জ থেকে লক্ষ্মীপুরগামী একটি সিএনজি অটোরিক্সাকে ঘটনাস্থলে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিক্সাটি ঘটনাস্থলে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে পিতা-পুত্রসহ দু’জন ও হাসপাতালে নেয়ার পথে চালক এবং যাত্রীসহ আরও দু’জন মারা যায়। নিহতরা হচ্ছেন, সোমাটেক ফার্মাসিউটিক্যালের এরিয়া ম্যানেজার মিজানুর রহমান (৫০), সদর উপজেলার জকশিন বাজারের গ্রাম্য ডাক্তার ইউছুপ (৪৭) ও তার ছেলে ইকবাল হোসেন সাকিব (১০) এবং সিএনজি চালক মমিনুল ইসলাম (২২)। কুমিল্লা ॥ ঈদের ছুটিতে কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও কমপক্ষে ৬জন আহত আহত হয়েছে। জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার কানরা এবং মুরাদনগর উপজেলার দিলালপুর এলাকায় মুরাদনগর-হোমনা সড়কে পৃথক এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, শুক্রবার রাতে ঢাকা থেকে চট্টগ্রামগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের দাউদকান্দির কানরায় পৌঁছার পর নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি চালিত একটি অটোরিক্সাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিক্সা চালকসহ ৩ জন নিহত হন। নিহতরা হলেন- কুমিল্লার তিতাস উপজেলার কানাইনগর গ্রামের রানা মিয়া (২৮), অটোরিক্সার যাত্রী দাউদকান্দির সরকাপুর গ্রামের সোহেল মিয়া (৩২) ও অজ্ঞাতনামা একজন (৩৮)। টাঙ্গাইল ॥ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খুদিরামপুরে ট্রাক চাপায় যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিক্সার যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছে। নিহতরা হলো- বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের ছয়শত গ্রামের জাকির হোসেনের স্ত্রী অবিতা (২৮) ও তার শিশুকন্যা জান্নাত (৬)। ভালুকা ॥ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঈদের ছুটিতে ভালুকায় পৃথক ৪টি সড়ক দুর্ঘটনায় ট্রাক ড্রাইভার, বাসের হেলপারসহ ৩ জন নিহত ও ৬০ জন আহত হয়েছেন। রবিবার দুপুর ১২টার দিকে মহাসড়কের মাস্টারবাড়ি বাসস্ট্যান্ডে ঢাকাগামী ঈমাম পরিবহনের একটি বাস (ঢাকা-মেট্রো-ব-১৫-৫৯৭) দাঁড়িয়ে যাত্রী নামানোর সময় পেছন থেকে শাহ্ জালাল পরিবহনের একটি বাস (ঢাকা-মেট্রো-ব-১১-০৮৬৪) ঈমাম পরিবহনকে ধাক্কা দিলে ঈমাম পরিবহনের বাসটি (ঢাকা-মেট্রো-ব-১২-০৪২০) সোলসাবিল পরিবহনের বাসকে ধাক্কা দেয়, সোলসাবিল পরিবহনের বাসটি অপর একটি হাইয়েস মাইক্রোবাসকে (ঢাকা মেট্রো-১৯-০৮৪৭) ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে বাস ড্রাইভারসহ ৪টি গাড়ির কমপক্ষে ৫০ যাত্রী আহত হন। অপরদিকে একইদিন বিকেলে ওই মহাসড়কের ভালুকা খীরু ব্রিজের ওপর একটি ব্যাটারিচালিত রিক্সাকে পেছন থেকে হালুয়াঘাটগামী ঈমাম পরিবহনের অপর একটি বাস (ঢাকা-মেট্রো-১১-০৪৭৯) ধাক্কা দিলে ওই রিক্সাটি এক পথচারীকে ধাক্কা দিলে ড্রামট্রাক চালক ফরিদপুর জেলার মধুখালী উপজেলার জীতেন্দ্র দেবনাথ বালার পুত্র বাসু দেবনাথ বালা (৫৫) নিহত হন ও দুই রিক্সারোহী আহত হন। শুক্রবার সকালে বাঘরাপাড়া সানির মোড় এলাকায় বাসের ড্রাইভার বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে ফোরলেন সড়কের আইল্যান্ডের ওপরে তোলে দিলে ঘটনাস্থলেই বাসের হেলপার ইব্রাহীম খলিল (১৬) নিহত হন ও কমপক্ষে ১০ যাত্রী আহত হন। বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার জামিরদিয়া নাছির গ¬াসের সামনে গাড়ির চাপায় উপজেলা জামিরদিয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে আবুল হাসেম (৫৫) নিহত হন। কক্সবাজার ॥ কক্সবাজারমুখী পিকনিকের বাস উল্টে রামুতে ৩ জন নিহত ও ১৫ব্যক্তি আহত হয়েছে। সোমবার সকাল ৬টায় রামু হাসপাতাল সংলগ্ন মহাসড়কে এ ঘটনা ঘটে। এরমধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। রংপুর ॥ ঢাকা-রংপুর মহাসড়কে রংপুরের পীরগঞ্জ উপজেলার বিশ মাইল কলাবাগান নামক স্থানে চালক নিয়ন্ত্রণ হারালে যাত্রীবাহী বাস আল রিয়াদ পরিবহন পাশের খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। ওই বাসের ১২ যাত্রী আহত হয়েছেন। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে বাসের সুপারভাইজার রাজা মিয়া (৩৫) ও যাত্রী মফিদুল ইসলাম (৩০) নিহত হন। নিহত দুজনই নীলফামারী শহরের বাসিন্দা । বরিশাল ॥ জেলার আগৈলঝাড়া উপজেলার বাগধা বাজার সংলগ্ন এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মাহফুজুর রহমান নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার বিকেলে বাগধা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী মাহফুজুর রহমান মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতেই মাহফুজুর রহমান মারা যায়। বাগেরহাট ॥ বাগেরহাটের কচুয়ায় সড়ক দুর্ঘটনায় মিরাজ সিকদার (৩৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার ঈদের দিন রাতে উপজেলার কচুয়া-গজালিয়া অভ্যন্তরীণ সড়কের মঘিয়া জমিদারবাড়ির সামনে বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি খেজুর গাছের সঙ্গে ধাক্কা লেগে পাশের ডোবায় পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। এসময় মিরাজের বন্ধু রাসেল শেখ আহত হয়। ঈশ্বরদী ॥ রবিবার রাত আটটায় ঈশ্বরদীর দাশুরিয়ার নক্সাপাড়ায় হোন্ডা ও ভটভটির সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহত ব্যক্তি হলো আটমাইল এলাকার গফুর শেখ(৫০)। আহতরা হলো মিরকামারির টেংরার ছেলে রেজাউল ও মেয়ে রিভা,মহাদেবপুরের বাবু প্রাং এবং বড়ইচরার রবি ও করিম। সীতাকু- ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকু-ে অজ্ঞাত (৭৫) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত শনিবার সন্ধ্যা ৬ টায় উপজেলার সিরাজ ভূইয়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী যাত্রীবাহী বাস মহাসড়কের সিরাজ ভূইয়া রাস্তার মাথা এলাকা অতিক্রমকালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অজ্ঞাত বৃদ্ধকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নীলফামারী ॥ সৈয়দপুর-রংপুর মহাসড়কে বিআরটিসি বাসের ধাক্কায় পিকআপভ্যানের চালক শরিফুল ইসলাম (৩০) নিহত হয়েছে। এ ঘটনায় পিকআপ চালকের সহকারী গুরুতর আহত হলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঈদের দিন শনিবার বিকেল ৫টায় নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের কলাবাগান এলাকায় ওই ঘটনা ঘটে। নেত্রকোনা ॥ রবিবার বিকেলে জেলার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা গ্রামে অটোরিক্সা থেকে পড়ে গিয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তার নাম সস্তার মা(৭০)। বাগেরহাট ॥ সোমবার বিকেলে বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় কামরুল শেখ (২৭) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এতে ইজিবাইকে থাকা তিন যাত্রী আহত হয়েছেন। কিশোরগঞ্জ ॥ জেলার হোসেনপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক হাদিকুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় তাইজুল ও স্বাধীন নামে নিহতের অপর দুই সঙ্গী আহত হয়েছে। শনিবার সন্ধ্যায় হোসেনপুর-গফরগাঁও সড়কের খুরশিদ মহল সেতু এলাকা এ দুর্ঘটনা ঘটে। কচুয়া (চাঁদপুর) ॥ সোমবার সকালে হাজীগঞ্জ-গৌরিপুর আঞ্চলিক সড়কে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫জন আহত হয়েছে। এদের মধ্যে ১০জন বাসযাত্রী এবং ৫ জন সিএনজির আরোহী। নওগাঁ ॥ সোমবার সন্ধ্যায় নওগাঁর মান্দায় ভটভটির সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে সনাতন কুমার সাহা ওরফে সোনা (৪০) নামে একব্যক্তি নিহত হয়েছেন। নিহত সনাতন সাহা নওগাঁর নিয়ামতপুর উপজেলার আগোর গ্রামের রামপদ সাহার ছেলে।
×