ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

বানভাসিদের সহায়তায় ঈদ আনন্দে নাট্য প্রদর্শনী

প্রকাশিত: ০৫:১১, ৫ সেপ্টেম্বর ২০১৭

বানভাসিদের সহায়তায় ঈদ আনন্দে নাট্য প্রদর্শনী

স্টাফ রিপোর্টার ॥ দুই ঈদের আগে-পরে মিলিয়ে প্রায় ১৫ দিন কোন নাটকের দেখা মেলে না ঢাকার মঞ্চে। তবে এবার ঘটেছে ব্যতিক্রম। ঈদ আনন্দে যুক্ত হয়েছে মঞ্চনাটক। ঈদের একদিন আগে ১ সেপ্টেম্বর থেকেই সরব হয়েছে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা। নাঠ্যশালার এক্সপেরিমেন্টাল হলে চলছে দশ দিনব্যাপী নাটবাঙলা নাট্যোৎসব। ঈদ উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতির আহ্বানে গবেষণাধর্মী সংগঠন মনন সমাজ-সংস্কৃতির নাট্য বিভাগ নাটবাঙলা মঞ্চে এনেছে নতুন নাটক ‘রিজওয়ান’। আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টা ও রাত ৮টায় দুটি করে মোট ১৯টি প্রদর্শনী হবে এ নাটকের। আর এ নাটকের প্রদর্শনী থেকে প্রাপ্ত অর্থ প্রদান করা হবে দেশের বন্যাদুর্গত বানভাসি মানুষের সহায়তায়। এ নাট্য প্রদর্শনীতে যৌথভাবে সহযোগিতা করেছে সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এ্যান্ড পারফর্মেন্স বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. সৈয়দ জামিল আহমেদ পরিকল্পিত ও নির্দেশিত নাটক ‘রিজওয়ান’। উর্দু ভাষার কবি আগা শহীদ আলীর কাব্যগ্রন্থ ‘আ কান্ট্রি উইদাউট আ পোস্ট অফিস’ অবলম্বনে ইংরেজী, উর্দু ও হিন্দি ভাষায় ভারতের অভিষেক মজুমদার রচিত বিয়োগাত্মক নাট্য-আখ্যান রিজওয়ান। আখ্যানটি নাটবাঙলার জন্য বাংলা ভাষায় রূপান্তর করেছেন নাট্যজন ঋদ্ধিবেশ ভট্টাচার্য। মানবতার আহ্বান জানানো রিজওয়ান নাট্য-আখ্যানের আনুমানিক ব্যাপ্তিকাল দেড় ঘণ্টা। মূলত ঈদের দ্বিতীয় দিন রবিবার থেকে নাট্যপ্রেমী দর্শনার্থীদের ভিড় জমে শিল্পকলায়। ঈদ আনন্দের নতুন নাটকের সন্ধান পেয়েও তারাও যেন আপ্লুত। তাই বিকেল ও রাতের দুটি প্রদর্শনীতেই দর্শকের উপস্থিতিতে মিলনায়তন ছিল পরিপূর্ণ। ঈদের তৃতীয় দিন বিকেলের প্রদর্শনী দেখতে এসে অনেকেই ফিরে গেছেন টিকেট না পেয়ে। অনেকে আবার অপেক্ষা করেছেন রাতের প্রদর্শনীটি দেখার। রিজওয়ান নাটকে উঠে এসেছে ধর্মান্ধতার কবলে ছিন্নভিন্ন কোন এক ভূখ-ের বিপর্যস্ত মানবতার কথা। এসেছে বিপন্ন নারী ও শিশুদের কথা। ‘রিজওয়ান-ফাতিমা’ নামের দুই ভাইবোনের স্মৃতি-স্বপ্ন, মিলন-বিচ্ছেদ ও বিয়োগাত্মক ঘটনার প্রেক্ষাপটে আবর্তিত হয়েছে কাহিনী। সেখানে সহজাতভাবেই বর্ণিত হয়েছে যুদ্ধকবলিত ঘরহীন মানুষের জীবন ও সংগ্রামের কথা। তাই তো নাটকের সংলাপে উচ্চারিত হয়- এই দুনিয়ায় যদি কোন জান্নাত থেকে থাকে তবে সে জান্নাত এই মাটিতে, এই মাটিতে, এই মাটিতে। এ নাটকের মাধ্যমে এই বাংলাদেশে কোন নাট্য-আয়োজনে একটিমাত্র প্রযোজনার টানা ১৯টি পরিবেশনায় অনুষ্ঠিত হচ্ছে উৎসব। এর বাইরে দেশের নাট্য-দর্শকদের উপমহাদেশখ্যাত নাট্যরূপকার, নাট্যতাত্ত্বিক অধ্যাপক ড. সৈয়দ জামিল আহমেদ রূপায়িত নাটক দেখার দীর্ঘ দুই যুগের প্রতীক্ষারও অবসান ঘটল।
×