ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ধর্ষক-খুনী কাউকে ছাড় দেয়া হবে না ॥ নাসিম

প্রকাশিত: ০৩:৫৮, ৫ সেপ্টেম্বর ২০১৭

ধর্ষক-খুনী কাউকে ছাড় দেয়া হবে না ॥ নাসিম

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ ধর্ষক খুনী কাউকে ছাড় দেয়া হবে না মন্তব্য করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন- টাঙ্গাইলে চলন্ত বাসে জাকিয়া সুলতানা রুপাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া আসামিদের দ্রুত বিচার ট্রাইবুন্যালে মামলা নিষ্পত্তি করা হবে। রুপা হত্যার সঙ্গে জড়িত আসামিদের পক্ষে কোন আইনজীবীকে আদালতে না দাঁড়ানোর আহ্বানও জানান স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, এই ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের ফাঁসি দিতে হবে। আইনজীবীদের বলি, এই ঘৃণ্য অপরাধীদের পক্ষে আপনারা আদালতে দাঁড়াবেন না। এই ঘটনার অপরাধীরা কোন ছাড় পাবে না। এই মামলা দ্রুত বিচার ট্রাইবুন্যালে নিয়ে বিচার পরিচালনার জন্য তাড়াশের আসানবাড়ি থেকে টেলিফোনে আইনমন্ত্রীর সঙ্গে কথা বলেন মোহাম্মদ নাসিম। শুক্রবার বিকেলে রুপার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার আসানবাড়িতে আয়োজিত এক শোক ও প্রতিবাদ সভায় তিনি এই আহ্বান জানান। এ সময়ে মোহাম্মদ নাসিম জাকিয়া সুলতানা রুপার ছোট বোন মাসরুফা আক্তার পপিকে স্বাস্থ্য বিভাগের অধীনে একটি চাকরি দেয়ার প্রতিশ্রুতি প্রদান করেন এবং তার পরিবারকে তাৎক্ষণিক আর্থিক সাহায্য প্রদান করেন। এ ছাড়াও তিনি রবিবার দুপুরে তার নির্বাচনী এলাকা কাজীপুরে দুবলাই- খামারগ্রাম সড়ক পরিদর্শনকালে দেশের শান্তি ও উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আবারও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে নৌকায় ভোট দেবার আহ্বান জানান। তিনি বলেছেন দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে শেখ হাসিনার কোন বিকল্প নেই। এ সময় তার সঙ্গে উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান এবং পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন উপস্থিত ছিলেন। রুপার পরিবারকে এমপির সহায়তা এদিকে সোমবার সকালে তাড়াশে রুপার পরিবারকে ৫০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়েছে। তাড়াশ প্রেসক্লাবে রুপার বোন পপি খাতুনের হাতে ব্যক্তিগত তহবিল থেকে অনুদানের চেক তুলে দেন স্থানীয় সংসদ সদস্য গাজী ম. ম আমজাদ হোসেন মিলন। বক্তৃতায় তিনি সরকারের পুলিশ বাহিনী এবং গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, পুলিশ-সাংবাদিক ন্যায়ের পক্ষে তৎপর থাকার কারণে রুপা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করা সম্ভব হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আকবর মির্জা, জেলা পরিষদের নারী সদস্য হোসনেয়ারা পারভীন লাভলী, যুগ্ম সম্পাদক রজত ঘোষ, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান লাবু, আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক মাসুদ, যুবলীগ সভাপতি আনোয়ার হোসেন খান, প্রধান শিক্ষক আব্দুস সালাম প্রমুখ।
×