ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জরিমানা গুনতে হচ্ছে তামিমকে

প্রকাশিত: ০৭:২৮, ১ সেপ্টেম্বর ২০১৭

জরিমানা গুনতে হচ্ছে তামিমকে

স্পোর্টস রিপোর্টার ॥ মিরপুর টেস্টের শেষদিনে বুধবার আচরণবিধি লঙ্ঘন করায় জরিমানা করা হয়েছে ওপেনার তামিম ইকবালকে। অস্ট্রেলিয়ার ম্যাথু ওয়েড আউট হয়ে যখন সাজঘরের দিকে যাচ্ছিলেন তখন তাকে উদ্দেশ করে তামিম কিছু একটা মন্তব্য করেছিলেন। একই সঙ্গে ওয়েডকে সাজঘরের পথ দেখিয়ে দেন হাত নেড়ে। এতে তেড়ে এসে তামিমের সঙ্গে তর্কে জড়ান ওয়েড। পরে অন্য খেলোয়াড় ও আম্পায়ারের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এ ছাড়া ম্যাচ চলাকালীন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার বার বার গ্লাভস বদলানোয় আম্পায়ারের কাছে অভিযোগ করতে গিয়ে তর্ক করেছিলেন তামিম। তারই ফলশ্রুতিতে তামিমকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। ম্যাচ শেষে এ দুটি বিষয় নিয়ে রিপোর্ট করেন আম্পয়াররা। ম্যাচ রেফারির কাছে তামিম নিজের দোষ স্বীকার করেন। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, আচরণবিধির ধারা ভেঙ্গেছেন তামিম। ফলে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে।
×