ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ষোড়শ সংশোধনী নিয়ে আওয়ামী নেতাদের বক্তব্যে সাম্প্রদায়িকতার গন্ধ ॥ রিজভী

প্রকাশিত: ০৮:০৭, ২৯ আগস্ট ২০১৭

ষোড়শ সংশোধনী নিয়ে আওয়ামী নেতাদের বক্তব্যে সাম্প্রদায়িকতার গন্ধ ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ আইনগতভাবে শেখ হাসিনা এখন আর বৈধ প্রধানমন্ত্রী নন। একে তো তিনি ৫ জানুয়ারির নির্বাচনের পর থেকে অবৈধ প্রধানমন্ত্রী হিসেবে দেশ চালাচ্ছেন, এরপর ষোড়শ সংশোধনীর রায়ে যে পর্যবেক্ষণ তাতে আইনগতভাবে তিনি আর প্রধানমন্ত্রীই নন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। তিনি বলেন, ষোড়শ সংশোধনীর রায় নিয়ে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যে সাম্প্রদায়িকতার গন্ধ পাওয়া যাচ্ছে। সোমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক মিলাদ মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে জাতীয়তাবাদী তাঁতী দল এ মিলাদ মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে রিজভী বলেন, আওয়ামী লীগ এ দেশে সংখ্যালঘুদের জমি দখল করেছে। প্রধান বিচারপতিকে দেশ ছেড়ে যাওয়ার হুমকি দিচ্ছে। তাকে দেশছাড়া করে কি তার জমি দখল করবে? আওয়ামী লীগের নেতারা প্রধান বিচারপতিকে বিদেশে যেতে বলছেন। তিনি বিদেশে কোথায় যাবেন? তাকে বিদেশে পাঠিয়ে দিয়ে কি তার সব দখল করবেন? আদিম মানুষের জীবনযাপন যেমন তাদের কিছু কর্তা নিয়ন্ত্রণ করত, এ সরকারও সে ধরনের কাজ করছে বলে মন্তব্য করেন। তিনি বলেন, বলা হয় দেশে গণতন্ত্র আছে, পার্লামেন্ট আছে, বিচার বিভাগ আছে। কিন্তু এগুলো সবই বিদেশীদের দেখানোর জন্য। আসল কথা হচ্ছে, এ দেশে গণতন্ত্র নেই। আছে শুধু মিডিয়ায় দেখানোর জন্য এবং শুধু একজন ব্যক্তির কথায়ই সব চলবে।
×