ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিমুলিয়া ঘাটে অতিরিক্ত পরিবহনের চাপ

প্রকাশিত: ০৪:২২, ২৯ আগস্ট ২০১৭

শিমুলিয়া ঘাটে অতিরিক্ত পরিবহনের চাপ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শিমুলিয়া ঘাট ঘিরে ৫শ’ যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। কোরবানির গরু ভর্তি অতিরিক্ত গাড়ির চাপ। তীব্র স্রোত ও বাতাসের কারণে নৌপথে ফেরি চলছে খুঁড়ে খুঁড়ে। ফেরি স্বাভাবিক গতিতে না চলাতে ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন পারাপারের অপেক্ষায় আছে। এতে শিমুলিয়াঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ লাইন পড়ে থাকে। বিআইডব্লিউটিসির এজিএম খন্দকার শাহ্ নেওয়াজ খালেদ জানান, প্রতিদিন বাড়তি প্রায় ৩/৪ শত কোরবানির ঈদের গরুর ট্রাক ও কাভার্ড ভ্যান আসছে ঢাকার দিকে। ট্রাক খালি করে আবারও কোরবানির গরু আনতে উপারে চলে যাচ্ছে। তার সঙ্গে নদীতে তীব্র স্রোত ও বাতাস রয়েছে। এর ফলে ঘাটে যানজটের সৃষ্টি হচ্ছে। মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির এসআই জমশেদ জানান, ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যা বেশি। যাত্রীবাহী পরিবহন আগে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হয়। শিমুলিয়াঘাট এলাকায় ৫ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। তীব্র স্রোত ও বাতাসের কারণে ঘাটে এ যানযটের সমস্যা হয়েছে।
×