ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দেশ ছাড়ুন, না হয় হেমায়েতপুরে যান ॥ সিনহাকে মতিয়া চৌধুরী

প্রকাশিত: ০৭:৪৫, ২৮ আগস্ট ২০১৭

দেশ ছাড়ুন, না হয় হেমায়েতপুরে যান ॥ সিনহাকে মতিয়া চৌধুরী

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার উদ্দেশে বলেছেন, ‘আপনার বাংলাদেশের কিছুই পছন্দ হয় না, তাহলে বাংলাদেশ থেকে চলে যান, নতুবা হেমায়েতপুরে গিয়ে চিকিৎসা নেন।’ রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংবিধানের ষোড়শ সংশোধনী-সংক্রান্ত রায়ের পর্যবেক্ষণে প্রধান বিচারপতির মন্তব্যের প্রতিবাদে বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন (বিএমএ) আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, ‘যখন আওয়ামী লীগের ঔদার্য্যরে সুযোগ নিয়ে প্রধান বিচারপতি হন, তখন বাংলাদেশ খুব ভাল লাগে। আর যখন পেয়ারে পাকিস্তানের দিকে তাকান, তখন হুমকি দেন, পাকিস্তানের কথা বলেন। তবে আবোলতাবোল কথার কিন্তু একটা সীমা আছে। এটাও আপনি একটু মনে রাইখেন।’ পর্যবেক্ষণে বিচারপতি এসকে সিনহা দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কটাক্ষ করেছেন দাবি করে তার প্রতিবাদ জানিয়ে এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন। প্রধান বিচারপতির উদ্দেশ্যে মতিয়া চৌধুরী আরও বলেন, ‘আপনার মতলবের সীমা নেই, এ জন্যই ধরা পড়ে গেছেন। রায়ে বহু অবান্তর কথা বলেছেন। মতলবি কথা কি! জাতির পিতা সমূহ; তাই না? তিনি বলেন, নারীর সন্তানের পরিচয় একজন পিতার মাধ্যমেই। কোন মহিলা পঞ্চপা-বের স্ত্রী হতে পারে, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু বাঙালীর জাতির পিতা একজনই, তিনি হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান। আর আপনি একথাগুলো কোন সময় বললেন সেই আগস্টে। মাননবন্ধনে বিএমএ সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, ‘কোন এক ব্যক্তির দ্বারা বাংলাদেশ স্বাধীন হয়নি’ বলে প্রধান বিচারপতি যে মন্তব্য করেছেন, তার মাধ্যমে তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক জাতির পিতা শেখ মুজিবুর রহমানকেই হেয় করার চেষ্টা করেছেন। এর আগে অনেকেই তার মতো চেষ্টা করেছেন কিন্তু সফল হননি, তিনিও সফল হবেন না। মানববন্ধনে অন্যদের মধ্যে বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশনের মহাসচিব ইহতেশামুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান, স্বাচিপ সভাপতি অধ্যাপক ডাঃ এম ইকবাল আর্সলানসহ বিভিন্ন চিকিৎসক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতারা বক্তব্য রাখেন। বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন নানক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি বলেছেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক অবিচ্ছেদ্য নাম। খুনীচক্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করলেও তার স্বপ্ন, আদর্শ ও দর্শনকে ধ্বংস করতে পারেনি। জাতীয় শোক দিবস উপলক্ষে রবিবার মোহাম্মদপুরে লালমাটিয়া নিউ কলোনি ওয়েলফেয়ার সমিতির এক আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সংগঠনের সভাপতি মাসুদ বারী। জাহাঙ্গীর কবির নানক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসমাপ্ত কর্ম ও দর্শনের আলোকে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছেন। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি মহাসড়কে ধাবমান। শেখ হাসিনার নেতৃত্বে ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, মাথাপিছু আয় ও গড় আয়ু বৃদ্ধি, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো বৃহৎ প্রকল্প বাস্তবায়নসহ আর্থসামাজিক প্রতিটি সূচকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
×