ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই

প্রকাশিত: ০৫:৪৯, ২৮ আগস্ট ২০১৭

পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের চিতলমারীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পান্না বিশ^াস নামের একাধিক মামলার এক আসামিকে হাতকড়াসহ তার স্বজনেরা ছিনিয়ে নিয়েছে। চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের পরানপুর গ্রামে শনিবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চিতলমারী থানার এএসআই নূর আলম, হাবিবুর রহমান এবং কনস্টেবল সাদমান শেখকে আহত অবস্থায় চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দহে দুই জনকে আটক করা হয়েছে। ছিনিয়ে নেয়া আসামি পান্না বিশ্বাস চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের চিংগুড়ি গ্রামের খোকা বিশ্বাসের ছেলে। তার বিরুদ্ধে চিতলমারী থানায় অন্তত ১০টি মাদক মামলার মধ্যে চারটিতে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় রবিবার সকালে এএসআই হাবিবুর রহমান বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় আরও ১০/১২ জনের বিরুদ্ধে সরকারী কাজে বাধা ও হামলার অভিযোগ এনে চিতলমারী থানায় একটি মামলা করেছেন। ভোলায় ৪ ঘণ্টা পরগ্রেফতার নিজস্ব সংবাদদাতা ভোলা থেকে জানান, লালমোহন থানা থেকে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতারকৃত আসামি হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়ার ৪ ঘণ্টা পর তাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকাল সোয়া ৯টার দিকে থানার বাথরুমের ভেন্টিলেটার ভেঙ্গে সুমন (৩৮) নামের ওই আসামি পালিয়ে যায়। তাকে পুনরায় দুপুর সোয়া ১টার দিকে পুলিশ গ্রেফতার করেছে।
×