ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বকেয়া পরিশোধের দাবিতে শ্রমিকদের মানববন্ধন বিক্ষোভ

প্রকাশিত: ০৫:৪৬, ২৮ আগস্ট ২০১৭

বকেয়া পরিশোধের দাবিতে শ্রমিকদের মানববন্ধন বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ ঐতিহ্যবাহী দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কারখানা গাজীপুরে কালীগঞ্জের মসলিন কটন মিলের সাবেক শ্রমিকদের বকেয়া বেতন ভাতা দীর্ঘ চার বছরেও পরিশোধ করা হয়নি। এ নিয়ে কারখানার সাবেক শ্রমিক ও তাদের স্বজনদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। বকেয়া বেতন ভাতাসহ শ্রমিকদের পাওনাদি পরিশোধের দাবিতে রবিবার কারখানার সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয় ছাত্র-শ্রমিক-জনতা ঐক্য পরিষদ। কালীগঞ্জ ছাত্র-শ্রমিক-জনতা ঐক্য পরিষদের আহ্বায়ক সাদ্দাম হোসেনসহ আন্দোলনকারীরা জানান, ২০১৩ সালের আগস্টে কালীগঞ্জের বন্ধ হওয়া মসলিন কটন তৎকালীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী সাবেক শ্রমিকদের বকেয়া পরিশোধ শর্তে মিলটি হা-মীম গ্রুপের স্বত্বাধিকারী এ.কে. আজাদের নিকট হস্তান্তর করেন। হস্তান্তরের পর হা-মীম গ্রুপ এ কারখানার নাম পরিবর্তন করে রিফাত ফ্যাশন লিমিটেড নামে চালু করে। কারখানা হস্তান্তরের পর মসলিন কটন মিলের সাবেক শ্রমিকদের মধ্যে মাত্র কয়েকজন শ্রমিকের কিছু অংশ পাওনাদি পরিশোধ করলেও সংখ্যাগরিষ্ঠ সাবেক শ্রমিকদের পাওনাদি পরিশোধ করেনি। এতে ওই সাবেক শ্রমিক এবং তাদের সন্তানদের মাঝে অসন্তোষ দেখা দেয়। সাবেক এ শ্রমিকদের বকেয়া বেতন ভাতাসহ তাদের পাওনাদি পরিশোধের দাবিতে স্থানীয় কালীগঞ্জ ছাত্র-শ্রমিক-জনতা ঐক্য পরিষদের ব্যানারে রবিবার বেলা ১১টার দিকে রিফাত গার্মেন্টসের ১নং গেটের সামনে মসলিন কটন মিলের সাবেক শ্রমিক ও তাদের স্বজনরাসহ সংগঠনের কর্মীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ সময় তারা কারখানার সামনে মানববন্ধন ও সমাবেশ করে। শ্রমিকদের এ দাবিকে সমর্থন জানিয়ে স্থানীয় কয়েকশ’ সাধারণ মানুষও যোগ দেন। এ সময় তারা ‘ছিলাম যুবক হয়েছি বৃদ্ধ-আর কত অপেক্ষা?’, ‘ছাত্র-শ্রমিক-জনতার এক দাবি-পাওনা টাকা কখন দিবি?’ ‘আমরা ছাত্র-শ্রমিক-জনতা-দিতে হবে প্রাপ্য বেতন ভাতা’, মসলিন কটন মিলের প্রবীণ শ্রমিকদের প্রাপ্য পাওনাদি অবিলম্বে মিলের বর্তমান কর্তৃপক্ষ হা-মীম গ্রুপ পরিশোধ কর, করতে হবে’ সহ বিভিন্ন সেøাগান সম্বলিত নানা ব্যানার ও ফেস্টুন বহন করছিল। এসময় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- ছাত্র-শ্রমিক-জনতা ঐক্য পরিষদের আহ্বায়ক সাদ্দাম হোসেন, আবুল বাশার কাজল, তানভীর মোল্লা, তৌহিদুল ইসলাম তাওহিদ, এম.আই লিখন, আরিফ মোড়ল প্রমুখ। এ ব্যাপারে রিফাত গার্মেন্টসের ব্যবস্থাপক মোবারক হোসেন শামীম জানান, আসলে এটা এমন কোন ঘটনা না। সাবেক শ্রমিকরা তাদের বকেয়া পাওনাদি পরিশোধের দাবিতে কারখানার গেটের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করছে। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এদিকে হা-মীম গ্রুপের কনসালটেন্ট একেএম মাহফুজুল হক জানান, ইতোমধ্যে ওই মিলের ৩৪১ জনের শ্রমিকের বকেয়া পরিশোধ করা হয়েছে। আর বাকিটা সরকারের কাছে প্রক্রিয়াধীন আছে। এটা দেয়ার কথা সরকারের। কারণ হা-মীম গ্রুপ এ মিলটি ক্রয় করার সময় মসলিন কটন মিলের শ্রমিকদের পাওনা বকেয়াদি সরকারকে পরিশোধ করেছে। তাই ওইসব শ্রমিকদের পাওনাদি সরকারকেই পরিশোধ করার কথা।
×