ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ইংলিশ প্রিমিয়ার লীগ, ফের ইব্রাকে পেয়ে খুশি কোচ মরিনহো, প্রিয় ;###;দলের খেলা দেখলেন গতিদানব উসাইন বোল্ট, ম্যানচেস্টার ইউনাইটেড ২-০ লিচেস্টার সিটি

টানা তিন জয়ে শীর্ষে ম্যানইউ

প্রকাশিত: ০৫:২৬, ২৮ আগস্ট ২০১৭

টানা তিন জয়ে শীর্ষে ম্যানইউ

স্পোর্টস রিপোর্টার ॥ শিরোপা পুনরুদ্ধারের পথে দুর্দান্ত ছন্দে ছুটে চলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লীগে টানা তিন জয় পেয়েছে তারা। শনিবার রাতে ঘরের মাঠ ওল্ডট্রাফোর্ডে সাবেক চ্যাম্পিয়ন লিচেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়েছে ম্যানইউ। বিজয়ী দলের হয়ে গোল করেন দুই বদলি খেলোয়াড় মার্কোস রাশফোর্ড ও মারোনে ফেলাইনি। এই জয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে রেড ডেভিলসরা। মাঠে নামার তিন মিনিটের মধ্যে হেনরিক মাখিটারিয়ানের কর্ণার থেকে রাশফোর্ড প্রথম গোল করে ম্যানইউকে এগিয়ে নেন। এর আগে অবশ্য ৫৩ মিনিটে রোমেলু লুকাকুর পেনাল্টি বাঁচিয়ে লিচেস্টারকে ম্যাচে রেখে ছিলেন গোলরক্ষক কাসপার শিমিচেল। জোশে মরিনহোর আরেক বদলি খেলোয়াড় ফেলাইনি ম্যাচ শেষের আট মিনিট আগে জেসে লিনগার্ডের শট থেকে পোস্টের খুব কাছে থেকে দ্বিতীয় গোল করে ইউনাইটেডের জয় নিশ্চিত করেন। ম্যাচের প্রায় পুরোটা সময় আধিপত্য বিস্তার করে খেললেও প্রথামার্ধে কোন গোল পায়নি স্বাগতিক ইউনাইটেড। দুর্দান্ত দক্ষতায় শিমিচেল একটি গোল রক্ষা করার আগে হুয়ান মাতার একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। বিরতির পরে লুকাকুর স্পট কিক দারুণভাবে রুখে দেন শিমিচেল। ইউনাইটেডের টুপি মাথায় দিয়ে স্ট্যান্ডে উপস্থিত ছিলেন ক্লাবটির একনিষ্ট ভক্ত গতিমানব উসাইন বোল্ট। টানা তিন জয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে রেড ডেভিলসরা। অন্যদিকে প্রথম তিন ম্যাচে মাত্র তিন পয়েন্ট সংগ্রহ করেছে ২০১৫-১৬ চ্যাম্পিয়ন লিচেস্টার। এর আগে এ্যাওয়ে ম্যাচে তারা আর্সেনালের কাছে ৪-৩ গোলে পরাজিত হয়েছিল। প্রথমার্ধের প্রায় পুরোটাই আধিপত্য বিস্তার করে খেলেছে ইউনাইটেড। ১৮ মিনিটে লুকাকুর শট শিমিচেল আটকে দিলে ফিরতি বলে মাতা গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। এ্যান্থনি মার্শালের লেফট উইং ক্রস থেকে পল পোগবা একটুর জন্য গোল করতে ব্যর্থ হন। কিছুক্ষণ পর মাতার আরেকটি প্রচেষ্টা এক হাতে রক্ষা করেন শিমিচেল। ২৫ গজ দূর থেকে শিনজি ওকাজাকির শট প্রথমবারের মতো গোলরক্ষক ডেভিড ডি গিয়ার পরীক্ষা নেয়। এদিকে আগামী জানুয়ারিতে জ¬াতান ইব্রাহিমোভিচকে পুরোদমে মাঠে দেখা যাবে বলে জানিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ জোশে মরিনহো। ইনজুরি থেকে ফেরার পর সুইডিশ এই ফুটবল তারকার সঙ্গে নতুন করে এক বছরের জন্য চুক্তি করেছে প্রিমিয়ার লীগের জায়ান্টরা। আগের চুক্তিটির মেয়াদ প্রায় দুই মাস আগেই শেষ হয়ে যাওয়ায় ৩৫ বছর বয়সী এই তারকার সঙ্গে চলতি সপ্তায় নতুন করে চুক্তি করে ম্যানচেস্টার ইউনাইটেড। হাঁটুর লিগামেন্টে গুরুতরভাবে চোট পাওয়া এই ফুটবল তারকা এখনও সুস্থতার পথে আছেন। মরিনহো এ প্রসঙ্গে বলেন, জানুয়ারিতে তিনি (ইব্রা) লড়াইয়ে ফিরবেন। লিচেস্টারকে হারানোর পর স্পেশাল ওয়ান বলেন, দল বদলের বাজার যখন উন্মুক্ত ছিল এবং ক্লাবগুলো খেলোয়াড়দের পেছনে কাঁড়ি কাঁড়ি অর্থ ব্যয় করলেও আমরা সেই পথে হাঁটিনি। তবে গত মৌসুমে আমরা এমন সব খেলোয়াড়দের পেয়েছি যারা মনেপ্রাণে আমাদের ক্লাবকে ভালবাসেন। বাড়তি কিছু দেয়ার জন্যই সে আমাদের কাছে এসেছে।
×