ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চুক্তি স্বাক্ষর

রংপুরে সৌর বিদ্যুত কেন্দ্র হচ্ছে

প্রকাশিত: ০৫:০৪, ২৮ আগস্ট ২০১৭

রংপুরে সৌর বিদ্যুত কেন্দ্র হচ্ছে

স্টাফ রিপোর্টার ॥ রংপুরের গঙ্গাচড়ায় ৩০ মেগাওয়াট সৌর বিদ্যুত কেন্দ্র স্থাপন করতে যাচ্ছে ইন্ট্রাকো গ্রুপ। রবিবার রাজধানীর বিদ্যুত ভবনে কেন্দ্রটির বিদ্যুত ক্রয় চুক্তি সই হয়েছে। পিডিবির সঙ্গে সই হওয়া ক্রয় চুক্তি অনুযায়ী, সরকার ২০ বছর পর্যন্ত কেন্দ্রটি থেকে ১৬ সেন্ট বা দেশীয় মুদ্রায় ১২ টাকা ৮০ পয়সায় প্রতি কিলোওয়াট/আওয়ার (ইউনিট) বিদ্যুত কিনবে। চুক্তি সই অনুষ্ঠানে বিদ্যুত জ্বালানি এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সরকারী প্রণোদনা অব্যাহত থাকবে। সরকার তুলনামূলক বেশি দাম দিয়েও গ্রীন ও ক্লিন এনার্জির উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির চেষ্টা করছে। বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে অনুমোদনও দেয়া হয়েছে। তবে এসব প্রতিষ্ঠান সময়মতো উৎপাদনে না আসতে পারায় তিনি সমালোচনা করে বলেন আমরা আশা করি, ইন্ট্রাকো সময়ের মধ্যে উৎপাদনে আসবে। ইডকলসহ দেশীয় লিজিং কোম্পানির সোলার পাওয়ার বা নবায়নযোগ্য জ্বালানি খাতে অর্থায়নকে স্বাগত জানিয়ে বলেন, যথাযথ অর্থায়ন বিদ্যুত খাতের সক্ষমতা বাড়াতে সহায়তা করবে। বিদ্যুত খাতে বেসরকারী বিনিয়োগকে সরকার সব সময় উৎসাহিত করে এবং করবে বলে তিনি জানান। পিডিবির সচিব মিনা মাসুদ উজ্জামান এবং প্রকল্প বাস্তবায়ন চুক্তিতে (আইএ) বিদ্যুত বিভাগের যুগ্ম সচিব (উন্নয়ন) ফয়েজুল আমীন সই করেন। উভয় চুক্তিতে ইন্ট্রাকো গ্রুপের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ আলী সই করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিদ্যুত বিভাগের সচিব ড. আহমদ কায়কাউস, পিডিবির চেয়ারম্যান খালেদ মাহমুদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, এই প্রকল্পের জন্য গঙ্গাচড়ায় ১৪৩ একর জমি কেনা হয়েছে। জমি উন্নয়ন, প্রযুক্তি ও পরিবেশ সংক্রান্ত পরামর্শক নিয়োগ দেয়া হয়েছে। কেন্দ্রটি বাণিজ্যিকভাবে উৎপাদনে আসার তারিখ ধরা হয়েছে ২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর। অনুষ্ঠানে বিদ্যুত সচিব বলেন, বাংলাদেশে কার্বন নিঃসরণের হার অনেক কম হলেও সরকার নবায়নযোগ্য জ্বালানির প্রসারে জোর দিচ্ছে। বর্তমানে বাংলাদেশের প্রেক্ষিতে ৩০ মেগাওয়াট খুব বড় মাপের বিদ্যুতকেন্দ্র নয়। তবে এটা গ্রিডযুক্ত সৌর বিদ্যুত কেন্দ্র বলে বিশেষ গুরুত্ব বহন করছে। তিনি বলেন, সময়মতো প্রকল্প বাস্তবায়নে উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা দেয়া হবে। কিন্তু বিলম্ব হলে জরিমানার মুখোমুখি হতে হবে।
×