ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউতে গ্র্যাজুয়েট নার্সিং বিভাগের একাডেমিক ভবন উদ্বোধন

প্রকাশিত: ০৪:৪১, ২৮ আগস্ট ২০১৭

বিএসএমএমইউতে গ্র্যাজুয়েট নার্সিং বিভাগের একাডেমিক ভবন উদ্বোধন

উচ্চতর নার্সিং শিক্ষা কার্যক্রম আরও সুষ্ঠু ও সুন্দরভাবে এগিয়ে নেয়ার লক্ষ্যে রবিবার বেলা ১১টায় পরীবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট নার্সিং বিভাগের একাডেমিক ভবনের উদ্বোধন করেন এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান ও ব্যাংক এশিয়া লি.-এর চেয়ারম্যান এ. রউফ চৌধুরী। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোহাম্মদ আলী আসগর মোড়ল, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডাঃ অসীম রঞ্জন বড়ুয়া, প্রক্টর অধ্যাপক ডাঃ মোঃ হাবিবুর রহমান দুলাল, গ্রন্থাগারিক ও পরিচালক (অধিকতর উন্নয়ন প্রকল্পসমূহ) অধ্যাপক ডাঃ মোঃ মনিরুজ্জামান খান, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আব্দুল্লাহ আল হারুন, পরিচালক (পরিদর্শন) অধ্যাপক ডাঃ একেএম সালেক, পরিচালক (মানবসম্পদ) ডাঃ জামাল উদ্দিন খলিফা, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ আবু নাসার রিজভী, গ্রাজুয়েট নার্সিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মেবেল ডি রোজারিও, চীফ এস্টেট অফিসার ডাঃ একেএম শরীফুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী একেএম হাবিবুর রহমান, নির্বাহী প্রকৌশলী মোঃ জাফর ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে গ্রাজুয়েট নার্সিং বিভাগের একাডেমিক ভবন নির্মাণে আর্থিক সহায়তা করায় ব্যাংক এশিয়া লি.-এর চেয়ারম্যান এ. রউফ চৌধুরীকে ধন্যবাদ জানান ডাঃ কামরুল হাসান খান। -বিজ্ঞপ্তি
×