ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কোরবানির পশু বেচাকেনা, জবাই- ডিএমপির পরামর্শ

প্রকাশিত: ০৭:৫৫, ২৭ আগস্ট ২০১৭

কোরবানির পশু বেচাকেনা, জবাই- ডিএমপির পরামর্শ

স্টাফ রিপোর্টার ॥ কোরবানির ঈদে পশু বেচাকেনা, হাট পরিচালনা ও পশু জবাই থেকে শুরু করে বর্জ্য অপসারণসহ নানা বিষয়ে নগরবাসীকে নানা পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। শনিবার ডিএমপির এক বিজ্ঞপ্তিতে পরামর্শগুলো জানানো হয়। তাতে কোরবানির হাটে পশু কেনা-বেচার সময় সতর্কতার সঙ্গে অর্থ লেনদেন, প্রয়োজনে পুলিশের সহায়তা নেয়া, পশু কেনাবেচার সময় জাল টাকার বিষয়ে সতর্ক থাকা, দৃশ্যমান জায়গায় হাসিলের টাকার পরিমাণ লিখে সাইনবোর্ড দেয়া, হাসিল পরিশোধ করে রসিদ সঙ্গে রাখা, চাঁদাবাজদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো, নির্ধারিত স্থানে হাট বসানো, হাটের সীমানার মধ্যে পশু বেচা-কেনা করা, নির্ধারিত সময়ের আগে পশু নিয়ে হাটে প্রবেশ না করা, পশু বহনকারীর পরিচয় নিশ্চিত হওয়া, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, কোরাবানির পবিত্রতা যাতে নষ্ট না হয় তা খেয়াল রাখা, গর্ত করে পশু জবাই করা, গর্তের মধ্যে রক্ত, গোবর ও পরিত্যক্ত অংশ পুঁতে রাখা এবং জবাইকৃত পশুর উচ্ছিষ্টাংশ নিকটতম ডাস্টবিনে ফেলা, কোরবানিকৃত পশুর বর্জ্য দ্রুত সরানোর জন্য সিটি কর্পোরেশনকে অবহিত করা, গোশত বিতরণে পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহার করা, বেচা-কেনার অর্থ ব্যাংকে পরিশোধ করা, ঢাকায় আসা পশুবাহী যানবাহনের সামনে ব্যানারে গন্তব্য বা হাটের নাম বড় করে লিখে রাখাসহ নানা পরামর্শ দেয়া হয়েছে।
×