ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হেডিংলি টেস্ট

ব্রেথওয়েট-হোপের সেঞ্চুরিতে ৭১ রানে এগিয়ে উইন্ডিজ

প্রকাশিত: ০৭:৪২, ২৭ আগস্ট ২০১৭

ব্রেথওয়েট-হোপের সেঞ্চুরিতে ৭১ রানে এগিয়ে উইন্ডিজ

স্পোর্টস রিপোর্টার ॥ হেডিংলি টেস্টের দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে স্বাগতিক প্রতিপক্ষ ইংল্যান্ডের চেয়ে ৭১ রানে এগিয়ে আছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। শনিবার তারা ১০২ ওভারে ৫ উইকেট হারিয়ে করে ৩২৯ রান। সেঞ্চুরি করেছেন ওপেনার ক্রেইগ ব্রেথওয়েট এবং মিডল অর্ডার উইলোবাজ কাম উইকেটরক্ষক শাই হোপ। ৩৯তম টেস্টে এটা ব্রেথওয়েথের ষষ্ঠ (১৩৪ রান) এবং দ্বাদশ টেস্টে এটা হোপের অভিষেক সেঞ্চুরি। ব্রেথওয়েথ আউট হলেও অপরাজিত আছেন হোপ (*১৪৭)। এছাড়া আউট হন কাইরন পাওয়েল ৫, দেবেন্দ্র বিশু (১), কাইলি হোপ (৩) ও রসটন চেজ (৫)। আজ শাই হোপকে নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন আরেক উইন্ডিজ ব্যাটসম্যান জারমেইন ব্ল্যাকউড (*২১)। ইংলিশ গোলকবাজদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট পান জেমস এ্যান্ডারসন (৩টি)। এছাড়া ১টি করে উইকেট পান স্টুয়ার্ট ব্রড এবং বেন স্টোকস। আগের দিন নিজেদের প্রথম ইনিংসে ৭০.৫ ওভারে ২৫৮ রানে অলআউট হয়েছিল ইংল্যান্ড।
×