ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে দুই সন্তানের জননীকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৫:১১, ২৭ আগস্ট ২০১৭

দিনাজপুরে দুই সন্তানের জননীকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ খানসামা উপজেলায় পারিবারিক বিষয়কে কেন্দ্র করে তহিদা বেগম নামে ২ সন্তানের জননীকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী। শুক্রবার রাত ১০টায় ঘটনাটি ঘটেছে উপজেলার কাচিনীয়া বাজার সংলগ্ন ফেরদৌস মাস্টারের ভাড়া বাড়িতে। ঘটনার পর নিহতের স্বামী ঘাতক মজনু রহমান (৪৫) পলাতক। নিহত তহিদা বেগম (৩০) ভাবকী ইউনিয়নের আগ্রা শাহ্পাড়া গ্রামের আব্দুস সাত্তারের চতুর্থ কন্যা। নিহতের মেয়ে কাচিনীয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মনি আক্তার (১৪) জানায়, রাতে আব্বু বাড়িতে এসে হঠাৎ করে চাকু দিয়ে আম্মুকে হানছিল। আমি চিৎকার করি। তখন আব্বু বাড়ি থেকে পালিয়ে যায়। এলাকাবাসী জানায়, শুক্রবার রাত প্রায় ১০টার দিকে হঠাৎ ওই বাসা থেকে তহিদার ছেলে মেয়েদের চিৎকার শুনতে পেয়ে তারা ছুটে যায়। তারা তহিদা বেগমের ঘাড়ে এবং শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্নহ্নহ্ন দেখে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। প্রতিবেশীরা জানায়, ১৫ বছর পূর্বে খামারপাড়া ইউনিয়নের জুগির ঘোপা গ্রামের মৃত দলিমত আলীর ছেলে মজনু রহমানের সঙ্গে তহিদা বেগমের বিয়ে হয়। তারা কয়েক মাস ধরে কাচিনীয়া হাটের ফেরদৌস মাস্টারের বাড়িতে বসবাস করত। শেরপুরে ঝালমুড়ি বিক্রেতা নিজস্ব সংবাদদাতা শেরপুর, থেকে জানান, নকলায় মিয়া হোসেন (৫২) নামে এক ঝালমুড়ি বিক্রেতা দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হয়েছে। শুক্রবার মধ্যরাতে উপজেলার উরফা ইউনিয়নের উরফা কান্দাপাড়া এলাকার নিজ বসতঘর থেকে রক্তাক্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। মিয়া হোসেন ওই গ্রামের মৃত তাহের উদ্দিনের ছেলে। বাগেরহাটে তরুণীর লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার বাগেরহাট থেকে জানান, ফকিরহাট উপজেলার বাগেরহাট-মাওয়া মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত (২৩) পরিচয়ের এক তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের সাধের বটতলা এলাকার মহাসড়কের পাশ থেকে পুলিশ ওই তরুণীর মৃতদেহ উদ্ধার করে।
×