ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বৃষ্টি-শঙ্কায় মিরপুর টেস্ট শুরু আজ

প্রকাশিত: ০৪:৫৩, ২৭ আগস্ট ২০১৭

বৃষ্টি-শঙ্কায় মিরপুর টেস্ট শুরু আজ

মিথুন আশরাফ ॥ সব প্রস্তুতি শেষ। এখন মাঠে নামার পালা। আজই শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দুই ম্যাচের টেস্ট সিরিজ। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে। বৃষ্টির শঙ্কা মাথায় নিয়েই শুরু হচ্ছে মিরপুর টেস্ট। বৃষ্টির জন্য মাঠ পুরোপুরি প্রস্তুত নয়। তাই অস্ট্রেলিয়া ক্রিকেট দল প্রস্তুতি ম্যাচটিই খেলতে পারেনি। আবার বৃষ্টিতে তাদের অনুশীলনেও সমস্যা হয়েছে। বাংলাদেশ দলও সেই সমস্যায় পড়েছে। বৃষ্টিতে আজ শুরু হতে যাওয়া মিরপুর টেস্ট নিয়েও শঙ্কা তৈরি হয়ে গেছে। বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্ট বৃষ্টিতে ভেসে যেতে পারে। এমনটিই আবহাওয়া অধিদফতর থেকে খবর মিলেছে। শনিবার যেমন সকালে বৃষ্টি হলো। তাতে করে বাংলাদেশ দলের অনুশীলনে ব্যাঘাত ঘটল। প্রতিদিনই যে কোন একবেলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তাতে করে একটি করে সেশন ভেসে যাওয়ারও সম্ভাবনা থাকছে। আবহাওয়া অধিদফতর থেকে যতদূর জানা গেছে, আজ থেকে ৩১ আগস্ট পর্যন্ত যে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম টেস্ট চলবে সেই সময় বৃষ্টির প্রভাব রয়েছে। তবে ভারি বর্ষণের আলামত নেই। কিন্তু থেমে থেকে বৃষ্টি পড়তে পারে। প্রতিদিনই রাতে, সকালে, বিকেলের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়বে। আকাশ মেঘলা হয়ে থাকবে সবসময়ই। মৌসুমী বায়ুর প্রভাব ভালভাবেই তাহলে প্রথম টেস্টে পড়বে। আর বৃষ্টি যদি থেমে থেমে আসে তাহলে পাঁচদিনের ম্যাচটি পুরো পাঁচদিন হওয়ার সম্ভাবনা ক্ষীণ বললেই চলে। এগারো বছর পর বাংলাদেশে টেস্ট খেলতে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ২০১১ সালে টেস্ট সিরিজটি ছিল। কিন্তু তখন শুধু ওয়ানডে সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া। সময় সুযোগ বুঝে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশে, এমনটিই প্রতিশ্রুতি ছিল। সেই প্রতিশ্রুতি ২০১৫ সালে রক্ষার কথা ছিল। কিন্তু তখন নিরাপত্তার বিষয়টি সামনে তুলে ধরে অস্ট্রেলিয়া ক্রিকেট দল খেলতে আসেনি বাংলাদেশে। অবশেষে টেস্ট খেলার সূচী নির্ধারণ হয়। অস্ট্রেলিয়া দলও ঘোষণা হয়। কিন্তু আবার অনেক ঝামেলা গেছে মাঝখানে। অস্ট্রেলিয়া ক্রিকেটারদের সঙ্গে অস্ট্রেলিয়া বোর্ডের আর্থিক জটিলতা দাঁড় হওয়ায় টেস্ট সিরিজটি হবে কিনা সেই শঙ্কা জেগেছিল। শেষ পর্যন্ত সেই ঝামেলাও মিটেছে। অস্ট্রেলিয়া দলও এখন সিরিজ খেলতে ঢাকায় আছে। পুরোদমে অনুশীলনও করছে। নিজেদের প্রস্তুত করার চেষ্টা করছে। কিন্তু তাতেও ঝামেলা করেছে বৃষ্টি। প্রকৃতি শান্তি দেয়নি। আবহাওয়ার ওপর অবশ্য কারও হাত নেই। প্রকৃতি কি খেলা খেলবে তা নিয়ে তাই কারও ভাবনাও নেই। তাই নিজেদের খেলা নিয়েই সব ক্রিকেটার ভাবছে। সেই ভাবনাতে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহীম বলেছেন, ‘ক্রিকেট খেলা মানেই অবশ্যই জয়ের জন্য খেলা। আর আপনারা সবাই জানেন, শেষ সিরিজ এবং শেষ দুই বছরে আমরা হোম কন্ডিশনে কতটুকু ধারাবাহিক ক্রিকেট খেলেছি। আমার মনে হয় সবাই সেই বিশ্বাস থেকেই বলেছে যে, সিরিজ জেতা সম্ভব। আর বলার জন্য বলা নয়। আমাদের সেই বিশ্বাস ও পর্যাপ্ত রিসোর্স আছে এবং এনাফ খেলোয়াড় আছে, যারা যে কোন সময় ম্যাচ ঘুরিয়ে দিতে পারে।’ সঙ্গে বৃষ্টির বিষয়টি নিয়ে যোগ করেন, ‘এটা আমাদের হাতে নেই। দুই দলের জন্য গরম হতে পারে। এটা কোন অজুহাত হতে পারে না। আমরা প্রত্যেকেই পেশাদার ক্রিকেটার। আমাদের এটা মানিয়ে নিতে হবে। এটা শুধু চিন্তা না। তবে সত্যি বলতে ব্যাটিংটা একটু কঠিন হতে পারে। একটা ব্যাটসম্যান সেট হলে পরবর্তীতে অন্য কাউকে গিয়ে আবার সেট হতে হয়। এটা একটু কঠিন। ওয়েদার বিগ ফ্যাক্টর প্লে করতে পারে। অন এ্যান্ড অফ হয়েও যদি তিন-চারদিনে টেস্ট ম্যাচ যায় তাহলে ভাল একটা টেস্ট ম্যাচ হতে পারে।’ অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ বলেছেন, ‘তারা (বাংলাদেশ) অনেক আত্মবিশ্বাসী।’ যখন স্মিথকে বলা হলো বাংলাদেশ কোচ ও সাকিব আল হাসান সিরিজে বাংলাদেশের সম্ভাবনা ২-০ দেখছেন, তখন খোঁচাও দিলেন স্মিথ। বললেন, ‘বাংলাদেশ ১০০ টেস্টের মধ্যে মাত্র ৯টা টেস্ট জিতেছে।’ সঙ্গে বৃষ্টি নিয়ে যোগ করেন, ‘বৃষ্টির জন্য কয়েকটি সেশন গেছে (অনুশীলনের)। প্রস্তুতি ম্যাচ হয়নি, তবে আমরা অনেক কাজ করেছি। আমরা প্রস্তুত।’ বাংলাদেশ ও অস্ট্রেলিয়া এরআগে চারবার মুখোমুখি হয়। চারবারই জিতে অস্ট্রেলিয়া। সর্বশেষ বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট হয় ২০০৬ সালে। সেই সময়ের দুই দলের সঙ্গে এখনকার দল একেবারেই ভিন্ন। বর্তমান দলের কেউই পরস্পরের বিপক্ষে টেস্ট খেলেননি। তাই এই টেস্ট সিরিজ নিয়ে দুই দলের ক্রিকেটাররাই রোমাঞ্চিত। বিশেষ করে বাংলাদেশ ক্রিকেটাররা বেশি রোমাঞ্চিত। কারণ অস্ট্রেলিয়া সবসময়ই টেস্টের সেরা দলগুলোর মধ্যে একটি। তাদের আভিজাত্যও আছে। সব দলের বিপক্ষে টেস্ট খেলা হলেও এই দলটির বিপক্ষেই টেস্ট খেলা বাকি ছিল দলের অভিজ্ঞ ক্রিকেটারদের। তাই তারা অসিদের বিপক্ষে টেস্ট খেলা নিয়ে আছে উত্তেজনায়। আছে রোমাঞ্চ। সেই রোমাঞ্চের মধ্যেও আছে আবার টেস্ট সিরিজ জিতে নেয়ার প্রতিজ্ঞাও। বাংলাদেশ দল যে এখন অনেক শক্তিশালী দল। আবার খেলা হবে বাংলাদেশের মাটিতে। ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে হারানোর সুযোগও তো আছে। বাংলাদেশ দলের প্রধান কোচ চন্দ্রিকা হাতুরাসিংহে আগেই বলেছেন, অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে চান। তিনি বলেছিলেন, ‘অবশ্যই আমরা জিততে চাই। আমরা এখানে (বাংলাদেশে) অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা দল। আমরা উপমহাদেশে কিভাবে টেস্ট জিততে হয় সেটা শিখেছি। আমরা করেছিও। অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের প্রথম লক্ষ্য থাকবে টেস্ট দুটিতে জয় পাওয়া। তাদের দেখাতে চাই আমরাও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল।’ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও হাতুরাসিংহের স্বপ্নের সঙ্গে একমত হয়েছেন। তিনিও চান অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে। তাইতো বলেছেন, ‘আমার তো মনে হয় সম্ভব। সম্ভব না হওয়ার তো কিছু দেখি না। প্রত্যাশা দুই টেস্ট জেতা।’ এবার দৃশ্যপট একেবারেই বদলে গেছে। একটা সময় ছিল যখন বাংলাদেশের বিপক্ষে কোন দল টেস্ট সিরিজ খেলা মানেই হচ্ছে জেতা। জেতার আশা শুরু থেকে উচ্চৈঃস্বরেই বলতেন প্রতিপক্ষ ক্রিকেটাররা। কিন্তু এখন বাংলাদেশকে হারিয়ে দেবে সেই কথা যেন কণ্ঠে নেই। অসি অধিনায়ক স্মিথই যেমন বলতে পারেননি ২-০ ব্যবধানে জিতবেন। ঠিক তেমনি দলের অন্য ক্রিকেটাররাও জেতার কথা উচ্চৈঃস্বরে বলতে পারেননি। উল্টো বাংলাদেশের বিপক্ষে হারের আতঙ্কেই যেন আছেন অস্ট্রেলিয়া ক্রিকেটাররা। এমনকি কোচ ড্যারেন লেহম্যানও। লেহম্যান বলেছেন, ‘উপমহাদেশের মাটিতে সিরিজ জয় আমাদের জন্য বড় চ্যালেঞ্জের। এখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে খেলতে পারাটা আমাদের জন্য কঠিনই। তারপরও ভাল খেলতে মাঠে নামব আমরা। আমাদের দলটা ভারসাম্যপূর্ণ। কিন্তু দেখুন সর্বশেষ ভারত সফরেও ফলাফলটা আমাদের পক্ষে যায়নি। তাই আবারও বলব এই কন্ডিশনে ভাল করাটা কঠিন হবে। হোম সিরিজগুলোর পাশাপাশি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির মতো মেগা আসরগুলোতে বাংলাদেশ ভাল করেছে। কোন সন্দেহ নেই আমরা যদি জিততে চাই, সেরা খেলাটাই খেলতে হবে।’ অসি ওপেনার ডেভিড ওয়ার্নার অবশ্য একটু ত্যাজি বক্তব্য আগেই দিয়ে রেখেছেন। বলেছেন, ‘আমরা বাংলাদেশ সিরিজের দিকে তাকিয়ে আছি। তাদের বিপক্ষে ভাল ক্রিকেট খেলা এবং বাইরের সিরিজগুলো জয় করার জন্য বাংলাদেশ সফরকেই আমরা টার্গেট করেছি।’ অসি স্পিনার নাথান লিয়নও একটু উচ্চৈঃস্বরেই কথা বলেছেন, ‘বাংলাদেশের বিপক্ষে কঠিন লড়াই করতে চাই। তারা ভাল দল। কিন্তু আমরাই সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী।’ শুরুতে সিরিজ জয় নিয়ে কোন কথা অসিদের মুখ থেকে শোনা না গেলেও ধীরে ধীরে তা ফুটছে। আর বাংলাদেশ ক্রিকেটাররা সিরিজ জেতার কথা আগে থেকেই বলছেন। কিন্তু সিরিজ জেতা, হারাতো হবে খেলা হলে। সেই খেলা শেষ পর্যন্ত ঠিকমতো হওয়া নিয়েই তো আছে সংশয়। বৃষ্টি যে চোখ রাঙাচ্ছে। বৃষ্টির শঙ্কা মাথায় নিয়েই তাই মিরপুর টেস্ট শুরু হচ্ছে আজ।
×