ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হেডিংলি টেস্ট

২৫৮ রানে অলআউট ইংল্যান্ড

প্রকাশিত: ০৮:২২, ২৬ আগস্ট ২০১৭

২৫৮ রানে অলআউট ইংল্যান্ড

স্পোর্টস রিপোর্টার ॥ হেডিংলি টেস্টের প্রথম দিনেই চাপে পড়েছে স্বাগতিক ইংল্যান্ড। শুক্রবার রাতে অতিথি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে টস জিতে ব্যাটিং বেছে নেন স্বাগতিক অধিনায়ক জো রুট। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় খুব বেশি এগুতে পারেনি ক্রিকেটের জনকরা। নিজেদের প্রথম ইনিংসে ৭০.৫ ওভারে ২৫৮ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড। শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা ইংল্যান্ড একপর্যায়ে ১৫২ রানেই ৬ উইকেট হারিয়ে বসে। তবে মইন আলীকে নিয়ে বেন স্টোকস দারুণ একটি জুটি করে দলকে বিপর্যয় থেকে উদ্ধার করেন। তবে স্টোকস ব্যক্তিগত ১০০ রান করে আউট হলে আর বেশিদূর এগোয়নি ইংলিশদের ইনিংস। স্টোকসের সেঞ্চুরি ছাড়া ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৫৯ রান করেন অধিনায়ক রুট। এছাড়া মইন আলী ২২ ও ক্রিস ওয়াকেস করেন ২৩ রান। ওয়েস্ট ইন্ডিজের শানন গ্যাব্রিয়েল ও কেমার রোচ ৪টি করে এবং অধিনায়ক জেসন হোল্ডার ও স্পিনার দেবেন্দ্র বিশু ১টি করে উইকেট লাভ করেন। তিন ম্যাচ সিরিজে প্রথম টেস্ট জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড।
×