ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

বর্জ্য অপসারণে এবার ৫ লাখ পলিব্যাগ বিতরণ করা হবে

প্রকাশিত: ০৬:৩৪, ২৬ আগস্ট ২০১৭

বর্জ্য অপসারণে এবার ৫ লাখ পলিব্যাগ বিতরণ করা হবে

স্টাফ রিপোর্টার ॥ প্রায় ৫ লাখ পশু কোরবানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে বর্জ্য ব্যবস্থাপনায় সবধরনের প্রস্তুতি হাতে নিয়েছে রাজধানীর দুই সিটি কর্পোরেশন। নির্দিষ্ট স্থানে পশু কোরবানি, সরবরাহ করা পলিব্যাগ ব্যবহারসহ নাগরিকদের পূর্ণ সহযোগিতা পেলে নির্ধারিত সময়ের আগেই বর্জ্যমুক্ত করা সম্ভব হবে রাজধানী -এমনটাই বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অন্যদিকে, সিটি কর্পোরেশনের নেয়া পদক্ষেপ নগরবাসীর কাছে প্রচারের পরামর্শ দিয়েছেন নগরবিদরা। প্রতিবছর ঈদ-উল-আযহায় পশু কোরবানিকে কেন্দ্র করে স্বাভাবিক সময়ের চেয়ে কয়েকগুণ বেড়ে যায় রাজধানীর বর্জ্য। বিগত বছরগুলোতে এসব বর্জ্য ব্যবস্থাপনায় হিমশিম খেতে হলেও, গত দুই বছর ধরে অনেকটা পরিকল্পিতভাবে বর্জ্য অপসারণ করছে রাজধানীর দুই সিটি কর্পোরেশন। যদিও গতবছর রাজধানীর কয়েকটি এলাকায় বৃষ্টির পানিতে পশুর রক্ত মিশে সৃষ্ট জলাবদ্ধতায় অনেকটাই ভোগান্তি পোহাতে হয়েছে নগরবাসীকে। এছাড়া প্রতিশ্রুতি অনুযায়ী সুযোগ-সুবিধা না পাওয়াসহ দূরবর্তী স্থান হওয়ায় নগরবাসীর পক্ষ থেকে তেমন সাড়া মেলেনি নির্দিষ্ট স্থানে পশু কোরবানির বিষয়ে। প্রাকৃতিক প্রতিবন্ধকতা ও গত দুই বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবছরের ঈদ-উল-আযহার বর্জ্য ব্যবস্থাপনায় মহাপরিকল্পনা হাতে নিয়েছে ঢাকার দুই সিটি কর্পোরেশন। এ বছর দুই সিটিতে বর্জ্য অপসারণে নিয়োজিত থাকবে প্রায় ১২ হাজার পরিচ্ছন্নতাকর্মী। বর্জ্য ফেলার জন্য দুই সিটি মিলিয়ে বিতরণ করা হবে প্রায় ৫ লাখ পলিব্যাগ। এদিকে গতবছর বৃষ্টিজনিত জলাবদ্ধতার সঙ্গে পশুর রক্ত মিশে তা চরম ভোগান্তি পোহাতে হয়েছে রাজধানীর কয়েকটি এলাকার নগরবাসীকে। এ বছর বৃষ্টি ও জলাবদ্ধতার বিষয়টি মাথায় রেখেই বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ নেয়ার পরামর্শ দিয়েছেন নগর বিশেষজ্ঞরা। এছাড়া নগরীর সার্বিক পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সড়কের উপরে এবং খেলার মাঠে যাতে অবৈধভাবে গরুর হাট না বসে এ বিষয়ে যতœবান হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
×