ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শাহজাহানপুর কলোনিতে হত্যাকাণ্ড ॥ পুলিশ দুই রিক্সাচালককে খুঁজছে

প্রকাশিত: ০৮:৩৬, ২৫ আগস্ট ২০১৭

শাহজাহানপুর কলোনিতে হত্যাকাণ্ড ॥ পুলিশ দুই রিক্সাচালককে খুঁজছে

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে ব্যবসায়ী রফিকুল ইসলাম (৬৫) হত্যাকাণ্ডের দুই রিক্সাচালককে খুঁজছে পুলিশ। পুলিশ জানায়, হত্যাকা-ের পর তারা গা ঢাকা দিয়েছে। ঘটনার পর পুলিশ দু’জনকে আটক করেছে। ধারণা হচ্ছে ব্যবসায়ীর জমানো ১ লাখ টাকার লোভে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। বুুধবার গভীর রাতে পুলিশ শাহজাহানপুর রেলওয়ে ডরমেটরির একটি ভবনের নিচতলার একটি কক্ষের তালা ভেঙ্গে ব্যবসায়ী রফিকুল ইসলামের কম্বল পেঁচানো লাশ উদ্ধার করে। শাহজাহানপুর থানার এসআই মোঃ মনিরুজ্জামান জানান, রফিকুলের গলায় ও অন্ডকোষ থেতলানো ছিল। ধারণা হচ্ছে, খুনীরা তাকে হত্যা করে লাশ কম্বল পেঁচিয়ে মেঝের ওপর ফেলে রেখে বাইরে থেকে ঘরে তালা ঝুলিয়ে দেয়। তিনি জানান, নিহত রফিকুলের শাহজাহানপুর পীরজঙ্গী মাজারের পাশে একটি পান সিগারেটের দোকান রয়েছে। পাশাপাশি রিক্সা গ্যারেজ রয়েছে। এসআই মনিরুজ্জামান জানান, শাহজাহানপুর রেলওয়ে কলোনির দ্বিতীয় তলা ভবনের নিচ তলার একটি কক্ষে তিনি একাই থাকতেন। সেই বাড়ি থেকে বুধবার রাতেই কম্বল পেঁচানো তার লাশ উদ্ধার করা হয়েছে। তার বাড়ি চট্টগ্রামের বোয়ালখালি থানার সৈয়দনগর গ্রামে।
×