ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে অবৈধ বিদ্যুত সংযোগ দেয়ায় সিবিএ নেতার দন্ড

প্রকাশিত: ০৫:৩৪, ২৫ আগস্ট ২০১৭

বাগেরহাটে অবৈধ বিদ্যুত সংযোগ দেয়ায় সিবিএ নেতার দন্ড

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ অবৈধভাবে বিদ্যুতের সংযোগ দেয়ায় জসিম হাওলাদার (৩৫) নামে এক সিবিএ নেতাকে দেড় বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আদালত একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ড দেয়। বৃহস্পতিবার দুপুরে ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে (ওজোপাডিকো) বাগেরহাট কার্যালয় থেকে ওই নেতাকে গেফতারের পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দন্ড দেয়া হয়। তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। আটক জসিম হাওলাদার ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে (ওজোপাডিকো) বাগেরহাট কার্যালয়ের তৃতীয় শ্রেণীর কর্মচারী ও সিবিএয়ের সাধারণ সম্পাদক। সে শহরের গোবরদিয়া এলাকার কুদ্দুস হাওলাদারের ছেলে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দিন বলেন, ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে (ওজোপাডিকো) বাগেরহাট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী পলাশ পালকে সঙ্গে নিয়ে শহরের অবৈধ বিদ্যুত সংযোগের সন্ধানে অভিযানে যাই। শহরের দশানী ও লঞ্চঘাট এলাকায় গিয়ে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধভাবে নেয়া মোট পাঁচটি বিদ্যুতের সংযোগ দেখতে পাই। যাদের এই সংযোগ দেয়া হয়েছে তারা ওজোপাডিকোর কর্মচারী ও সিবিএ নেতা জসিমকে বৈধ বিদ্যুত সংযোগের জন্য প্রত্যেকে ৪০ থেকে ৫০ হাজার দিয়েছে বলে আমার কাছে অভিযোগ করেন।
×