ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জননিরাপত্তা বিভাগ ও শ্রম মন্ত্রণালয়ে নতুন সচিব

প্রকাশিত: ২২:৩৩, ২৪ আগস্ট ২০১৭

জননিরাপত্তা বিভাগ ও শ্রম মন্ত্রণালয়ে নতুন সচিব

অনলাইন রিপোর্টার ॥ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে। জননিরাপত্তা বিভাগের নতুন সচিব নিয়োগ পেয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) মোস্তাফা কামাল উদ্দীন। অপরদিকে জননিরাপত্তা বিভাগের সচিব কামাল উদ্দিন আহমেদকে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে। আমদানি ও রফতানি নিয়ন্ত্রকের কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রক (অতিরিক্ত সচিব) আফরোজা খান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নিয়োগ পেয়েছেন। শ্রম সচিব মিকাইল শিপারের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে। এ ছাড়া ঢাকা ও চট্টগ্রামে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দেয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।
×