ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দুই কারারক্ষী বরখাস্ত

ঢামেক থেকে পালিয়ে যাওয়া চিকিৎসাধীন বন্দী অবশেষে আটক

প্রকাশিত: ০৮:৩৯, ২৪ আগস্ট ২০১৭

ঢামেক থেকে পালিয়ে যাওয়া চিকিৎসাধীন বন্দী অবশেষে আটক

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা মেডিক্যালের বার্ণ ইউনিট থেকে পালিয়ে যাওয়া চিকিৎসাধীন বন্দী অবশেষে আটক হয়েছে। এ ঘটনায় দায়িত্বে থাকা দুই কারারক্ষীকে বরখাস্ত করা হয়েছে। অন্যদিকে রাজধানীর যাত্রাবাড়ী থেকে ওয়াসার কর্মকর্তা পরিচয়ে প্রতারণার সময় র‌্যাবের হাতে পাঁচ প্রতারক গ্রেফতার হয়েছে। আসামি সুজন (২৬) সাভারের ধামরাই থানার একটি মাদক মামলার আসামি। মঙ্গলবার বিকেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাকে বুধবার বিকেলে তার বাড়ি থেকে আটক করে আদালতে আনা হচ্ছে বলে জানা গেছে। এ ঘটনায় আসামির নিরাপত্তার দায়িত্বে সুজন ও আলামিন নামের দুই কারারক্ষীকে বরখাস্ত করেন ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর কবির। সেই সঙ্গে হাসপাতালটিতে কারারক্ষীদের ইনচার্জ এখলাস উদ্দিনের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়।
×