ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

২ সেপ্টেম্বর ঈদ-উল আযহা

প্রকাশিত: ০৫:৩৮, ২৪ আগস্ট ২০১৭

২ সেপ্টেম্বর ঈদ-উল আযহা

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২ সেপ্টেম্বর শনিবার পালিত হবে মুসলিম সম্প্রদায়ের পবিত্র ধর্মীয় উৎসব ঈদ-উল-আযহা। পবিত্র ঈদ-উল-আযহার তারিখ নির্ধারণের লক্ষ্যে বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে পবিত্র ঈদ-উল-আযহার তারিখ নির্ধারণ ও জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে বায়তুল মোকাররম ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়কমন্ত্রী এবং জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান। সভা শেষে এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়। চাঁদ দেখা কমিটির বৈঠকের পর ধর্মমন্ত্রী মতিউর রহমান জানান, বুধবার দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। হবিগঞ্জ, লক্ষ্মীপুর, শেরপুর, গোপালগঞ্জ, মুন্সীগঞ্জসহ প্রায় সব জেলা থেকে চাঁদ দেখার খবর এসেছে। চাঁদ দেখা যাওয়ায় আজ বৃহস্পতিবার থেকে জিলহজ মাস গণনা শুরু। ১০ জিলহজ অর্থাৎ ২ সেপ্টেম্বর ঈদ-উল-আযহা উদযাপিত হবে। হিজরী পঞ্জিকা অনুসারে জিলহজ মাসের ১০ তারিখে ঈদ-উল-আযহা উদযাপন করেন মুসলমানরা। সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের আশায় সেদিন তারা পশু কোরবানি করেন। এ বছর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশের আগের দিন ১ সেপ্টেম্বর শুক্রবার ঈদ-উল-আযহা উদযাপিত হবে। এর আগের দিন ৩১ আগস্ট বৃহস্পতিবার আরাফাতের ময়দানে জড়ো হওয়ার মধ্য দিয়ে শুরু হবে হজের আনুষ্ঠানিকতা। ঈদ-উল-আযহা ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দু’টো ধর্মীয় উৎসবের একটি। দেশে এই উৎসবটি কোরবানির ঈদ নামে পরিচিত। এর অর্থ হলো ত্যাগের উৎসব। এ দিনটিতে মুসলমানরা তাদের সাধ্যমত ধর্মীয় নিয়ম অনুযায়ী উট, গরু, দুম্বা কিংবা ছাগল কোরবানি বা জবাই করেন। ইসলাম ধর্ম মতে যার যাকাত দেয়ার সামর্থ্য আছে তার ওপর ঈদ-উল-আযহা উপলক্ষে পশু কোরবানি করার নির্দেশ রয়েছে। ঈদ-উল-আযহার দিন থেকে শুরু করে পরবর্তী দুইদিন পশু কোরবানির জন্য নির্ধারিত। ইসলামের বিভিন্ন বর্ণনা অনুযায়ী, মহান আল্লাহ তাআলা নবী হযরত ইব্রাহীম (আ)কে স্বপ্নে তার সবচেয়ে প্রিয় বস্তুটি কোরবানি করার নির্দেশ দেন। এই আদেশ অনুযায়ী হযরত ইব্রাহিম (আ) তাঁর সবচেয়ে প্রিয় পুত্র ইসমাইলকে কোরবানি করার জন্য প্রস্তুত হলে স্রষ্টা তাকে তা করতে বাধা দেন। পুত্রের পরিবর্তে পশু কোরবানির নির্দেশ দেন। এই ঘটনাকে স্মরণ করে সারাবিশ্বের মুসলিম ধর্মাবলম্বীরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য প্রতিবছর এ দিবসটি পালন করে।
×