ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চার লেনে উন্নীত হবে চট্টগ্রাম বিমান বন্দর সড়ক

প্রকাশিত: ০৫:২৯, ২২ আগস্ট ২০১৭

চার লেনে উন্নীত হবে চট্টগ্রাম বিমান বন্দর সড়ক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বন্দরনগরী চট্টগ্রামের প্রবেশদ্বার বিমান বন্দর সড়ক চারলেনে উন্নীত করার উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন (চসিক)। কাজটি করা গেলে ওই এলাকায় যানজট যেমন নিরসন হবে তেমনিভাবে বাইরে থেকে আসা অতিথিদের মধ্যেও চট্টগ্রাম সম্পর্কে একটি ভাল ধারণার সৃষ্টি হবে। এ লক্ষ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং বিমান বন্দর সড়কের পাশে অবস্থিত ২৪টি প্রতিষ্ঠানের মতামত গ্রহণ করা হয়েছে। সকলের পরামর্শক্রমে গৃহীত একটি পরিকল্পনা একনেকে অনুমোদনের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। সোমবার দুপুরে বিমান বন্দন সড়কে ২৪টি প্রতিষ্ঠান এবং স্থাপনার প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় সভা শেষে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেন, বিমান বন্দর সড়ক হলে আকাশপথে আসা দেশী-বিদেশী অতিথিদের জন্য চট্টগ্রামের প্রবেশদ্বার বর্তমানে যে সড়কটি রয়েছে তা দেখে চট্টগ্রাম সম্পর্কে একটি নেতিবাচক ধারণা পোষণ করা স্বাভাবিক। একজন বিদেশী এলে যে চিত্রটি দেখেন তাতে চট্টগ্রাম নিয়ে তার এক ধরনের মাইন্ডসেট হয়ে যায়। সড়কটি চারলেনে উন্নীত করা প্রয়োজন। সিমেন্ট ক্রসিং থেকে কর্ণফুলী নদীর পারঘেঁষে বিমান বন্দর পর্যন্ত ৮ দশমিক ৩ কিলোমিটার সড়ক চারলেনে উন্নীত করার উদ্যোগ নেয়া হয়েছে। এই সড়কের মধ্যে ১ দশমিক ৩৯ কিলোমিটার সড়ক ৬ লেনে উন্নীত করবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। বাকিটুকু চসিকের উদ্যোগে বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। চসিক মেয়র বলেন, এর মধ্যেই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে এই নিয়ে কথা হয়েছে। বন্দর চেয়ারম্যান পজেটিভ ধারণা দিয়েছেন। তারপর থেকেই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করে দিয়েছি। ডাকা হয়েছে এই সড়কের পাশে থাকা বিভিন্ন প্রতিষ্ঠান এবং স্থাপনার প্রতিনিধিদের। তারাও চসিকের আহবানে সাড়া দিয়েছেন। সড়কের বর্তমান প্রসঙ্গে চসিক মেয়র জানান, এর বর্তমান প্রশস্ততা আগাগোড়া একই রকম নয়। কোথাও সরু, কোথাও প্রশস্ত। কোন কোন স্থানে দুটি গাড়ির ক্রসিংয়ে সমস্যা হয়। রাস্তার ধারে রেললাইনে রয়েছে। তাছাড়া রয়েছে বিভিন্ন তেল কোম্পানির স্থাপনা। ব্যস্ত এ সড়কে প্রচ- যানজট সৃষ্টি হয়। সুতরাং সড়কটি চারলেনে উন্নীত করা একান্ত প্রয়োজন। তিনি জানান, যে সকল স্থানে সড়ক সরু সেখানে বাড়াতে হবে।
×