ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বন্যা ॥ কিশোরীগঞ্জে গবাদিপশুর মড়ক

প্রকাশিত: ০৫:২৪, ২২ আগস্ট ২০১৭

বন্যা ॥ কিশোরীগঞ্জে গবাদিপশুর মড়ক

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ কিশোরীগঞ্জ উপজেলায় বন্যা উপদ্রুত এলাকায় গবাদিপশুর মড়ক দেখা দিয়েছে। গত পাঁচ দিনে উপজেলার বাহাগিলি ইউনিয়নের সন্ন্যাসীপাড়ায় ১০টি গরু ও ২০টি ছাগল মারা গেছে। অসুস্থ হয়েছে শতাধিক গরু-ছাগল। অন্যান্য ইউনিয়ন থেকে গবাদিপশুর অসুস্থতার খবর আসছে। এলাকাবাসী জানায়, সম্প্রতি বন্যা উপদ্রুত এলাকার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে গবাদিপশুর পেট ফোলা ও পাতলা পায়খানা রোগ দেখা দিয়েছে। কৃষকরা জানায়, বন্যার পানিতে গবাদিপশুগুলোকে নিরাপদ আশ্রয়ে রাখতে না পারায় চার দিন ধরে কোমর পানিতে ছিল। পানি নেমে যাওয়ার পর গরু, ছাগলগুলো পেট ফুলে পাতলা পায়খানা করে মারা যাচ্ছে। একের পর এক গরু-ছাগলগুলো ওই রোগে আক্রান্ত হচ্ছে। বাহাগিলি ইউনিয়নের সন্ন্যাসীপাড়া গ্রামের অমূল্য চন্দ্র রায় বলেন, তার দুটি গাভীর মধ্যে একটি ওই রোগে আক্রান্ত হয়ে মরে গেছে। একই গ্রামের তোফাজ্জল হোসেন বলেন, তার একটি বিদেশী গাভী পেট ফুলে মারা যায়। মানিকা রানী, তিলোক চন্দ্র, তৈলক্ষ রায়ের দুটি করে ছাগল মারা গেছে। অন্যান্য ইউনিয়ন থেকে গবাদিপশুর পেট ফোলা ও পাতলা পায়খানায় আক্রান্তের খবর পাওয়া গেছে। বাহাগিলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান দুলু শাহ বলেন, আমার বাহাগিলি ইউনিয়নের সন্ন্যাসীপাড়ায় ১০টি গরু ও ২০ ছাগল মরে যাওয়ার পর আমি প্রাণিসম্পদ কর্মকর্তাকে ভ্যাকসিনেশন করার জন্য বলেছি। এ বিষয়ে সোমবার কথা বলা হলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, বাহাগিলি ইউপি চেয়ারম্যানের কাছ থেকে ওই ইউনিয়নের বন্যাদুর্গত এলাকায় গরু ও ছাগলের মৃত্যুর খবর পেয়ে ওই এলাকাসহ উপজেলার প্রতিটি ইউনিয়নে গরু ও ছাগলের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
×