ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে এক পরিবারের চারজনসহ হত ৭

প্রকাশিত: ০৭:০৪, ২১ আগস্ট ২০১৭

চট্টগ্রামে এক পরিবারের চারজনসহ হত ৭

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ২০ আগস্ট ॥ চট্টগ্রামের কর্ণফুলী শাহ আমানত তৃতীর সেতুর টোল প্লাজায় বাস চাপায় মারা গেছেন একই পরিবারের চারজনসহ ৫ জন। নিহতরা হলেনথ নগরীর ফিরিঙ্গি বাজার এলাকার আবু বক্করের পুত্র সোহেল, তার স্ত্রী বৃষ্টি, সেলিমের কন্যা সামরিন, পুত্র সাফরুন এবং চকরিয়া ডুলহাজারা এলাকার সিএনজিচালক সরোজ দে। শনিবার রাত পৌনে ১২টায় ব্রিজে টোল দিতে দাঁড়ালে সিএনজি টেক্সিকে পেছন থেকে চাপা দিলে এই ঘটনা ঘটে। পুলিশ ঘাতক বাসটি আটক করেছে। জানা গেছে, নগরীর ফিরিঙ্গি বাজার এলাকার মোঃ সোহেল দীর্ঘদিন ধরে কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ের চরপাথরঘাটা ইউনিয়নে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। শনিবার রাতে নগরীর আলকরন এলাকায় এক আত্মীয়ের অনুষ্ঠানের দাওয়াত খেয়ে বাসায় ফিরছিল। তাদের সিএনজিটি টোল দেয়ার সময় পেছন থেকে দ্রুত গতির একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই দুই শিশুসহ ৪ জন মারা যায় এবং অপরজন চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়। দুর্ঘটনায় সিএনজি ট্যাক্সিটি সম্পূর্ণ ধুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও এলাকার লোকজন জীবিত একজনকে উদ্ধার করলেও সে চমেক হাসপাতালে মারা যায়। চট্টগ্রাম অফিস জানায়, নগরীতে সংঘটিত দুটি পৃথক দুর্ঘটনায় এক তরুণীসহ ২ জনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে ও রবিবার সকালে নগরীর পতেঙ্গা এবং বায়েজিদ বোস্তামী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, শনিবার রাত ১টার দিকে পতেঙ্গা এলাকায় মোটরবাইক থেকে পড়ে যাওয়ার পর লরির চাপায় এক তরুণীর মৃত্যু হয়েছে। তসলিমা আক্তার (২৩) নামের এ তরুণী কুমিল্লা জেলার কান্দিরপাড় এলাকার জনৈক রওশন আলীর কন্যা। মেয়েটি বন্ধুর সঙ্গে পতেঙ্গা সমুদ্র সৈকতে বেড়িয়ে মোটরবাইকে ফিরছিল। হঠাৎ সে পড়ে গেলে পেছন থেকে আসা একটি লরি তাকে চাপা দেয়। আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। অপর দুর্ঘটনাটি ঘটে বায়েজিদ বোস্তামী থানার ফায়ার স্টেশন এলাকায় রবিবার সকাল ৮টার দিকে। সেখানে নিহত হাসান একজন ব্যাটারি রিক্সাচালক। একটি তেলের লরির চাপায় মৃত্যু হয় এই যুবকের। গুরুতর অবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায়। মির্জাপুরে দুই স্কুলছাত্র নিজস্ব সংবাদদাতা, মির্জপুর থেকে জানান, কাভার্ড ভ্যানের চাপায় সৈকত ও রিফাত নামে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। রবিবার সকাল নয়টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সৈকত ও রিফাতের বাড়ি উপজেলা সদরের পুষ্টকামুরী গ্রামে। জানা গেছে, মির্জাপুর সদয় কৃষ্ণ মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র সৈকত হোসেন তার বন্ধু আফাজ উদ্দিন দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র রিফাত হোসেনকে নিয়ে মোটরসাইকেলে বেড়াতে বের হয়। পথিমধ্যে মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকায় পৌঁছালে উত্তরবঙ্গগামী একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সৈকত চাকায় পিষ্ট হয়ে নিহত হয়। গুরুতর আহত রিফাতকে প্রথমে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকা নেয়ার পথে বিকেলে রিফাত মারা যায়। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে শিক্ষার্থী ও জনতা মহাসড়কে অবস্থান নেয়। এ সময় কিছুক্ষণের জন্য মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। ঠাকুরগাঁওয়ে বৃদ্ধা নিজস্ব সংবাদদাতা ঠাকুরগাঁও থেকে জানান, বালিয়াডাঙ্গী উপজেলার সোনালী ব্যাংক শাখায় বয়স্ক ভাতার টাকা উত্তোলন করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় হেদো বিবি (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দুপুর ১২টায় ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কের সোনালী ব্যাংকের বালিয়াডাঙ্গী শাখায় উপজেলার পারুয়া গ্রামের ভুলু মোহাম্মদের স্ত্রী হেদো বিবি বয়স্ক ভাতার টাকা উত্তোলন করতে আসে। সেখানে রাস্তা পারাপারের সময় ঠাকুরগাঁও থেকে বালিয়াডাঙ্গী উদ্দেশে আসা দ্রুতগামী একটি নসিমন চাপা দিলে বৃদ্ধা গুরুতর ভাবে আহত হয়।
×