ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ল্যান্ডিংয়ের জোড়ায় জয়ের ধারায় ঢাকা আবাহনী

প্রকাশিত: ০৬:৩৪, ২১ আগস্ট ২০১৭

ল্যান্ডিংয়ের জোড়ায় জয়ের ধারায় ঢাকা আবাহনী

স্পোর্টস রিপোর্টার ॥ টানা দুই ম্যাচে দুই আবাহনীর কাছে হারের তেতো স্বাদ পেল শেখ রাসেল ক্রীড়াচক্র। রবিবার রাতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাইফ পাওয়ার ব্যাটারি বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলের ম্যাচে ঢাকা আবাহনীর কাছে ২-০ গোলে হেরেছে শেখ রাসেল। এর আগে ১২ আগস্ট বন্দরনগরীর ক্লাব চট্টগ্রাম আবাহনীর কাছে ৩-১ গেলে হার মানে শফিকুল ইসলাম মানিকের দল। আগের ম্যাচে বিজেএমসির সঙ্গে গোলশূন্য ড্র করার পর বিদেশী ফুটবলার ল্যান্ডিং ডার বোয়ের জোড়া গোলে জয়ে ফিরলো ঢাকা আবাহনী। দারুণ এই জয়ে সাইফ স্পোর্টিংকে টপকে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে আসলো ঢাকা আবাহনী। পাঁচ ম্যাচ শেষে আকাশী-হলুদ জার্সিধারীদের ভা-ারে জমা ১০ পয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে গোলগড়ে দ্বিতীয় স্থানে শেখ জামাল ধানমন্ডি। পাঁচ ম্যাচে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে অবস্থান করছে চট্টগ্রাম আবাহনী। ম্যাচের শুরু থেকেই শেখ রাসেলের ওপর প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে ঢাকা আবাহনী। তবে গোল মিসের কারণে প্রথমার্ধে এগিয়ে যেতে পারেনি তারা। বিরতির পর ম্যাচের ৬৩ মিনিটে ল্যান্ডিংয়ের পেনাল্টি গোলে এগিয়ে যায় চ্যাম্পিয়নরা। এরপর ম্যাচের শেষদিকে (৮৬ মিনিট) আবাহনীর জয় নিশ্চিত করা গোলটিও করেন ল্যান্ডিং।
×