ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিপিএলে খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন মাহমুদুল্লাহ

প্রকাশিত: ০৬:২০, ২১ আগস্ট ২০১৭

সিপিএলে খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন মাহমুদুল্লাহ

স্পোর্টস রিপোর্টার ॥ শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়ার পর এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দল থেকেও বাদ পড়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি যে বাদ পড়বেন তা যেন আগেই অনুমিত ছিল। তবে হতাশার মাঝে যেন আশা জেগে আসল ক্যারিবিয়ার প্রিমিয়ার লীগ (সিপিএল)। সিপিএলের দল জ্যামাইকা তালাওয়াহস মাহমুদুল্লাহ রিয়াদকে দলে টেনেছে। সিপিএলে খেলবেন মাহমুদুল্লাহ। অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিকে বাংলাদেশ দল টেস্ট খেলবে। আরেকদিকে জ্যামাইকা তালাওয়াহসের হয়ে মাহমুদুল্লাহ খেলতে থাকবেন। ক্রিকেটের মাঠেই থাকবেন মাহমুদুল্লাহ। তবে নিজ দেশে নয়, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। অস্ট্রেলিয়ার বিপক্ষে বিসিবি একাদশের প্রস্তুতি ম্যাচে ছিলেন মাহমুদুল্লাহ। তারই দলটিকে নেতৃত্ব দেয়ার কথা ছিল। মঙ্গল ও বুধবার ম্যাচটি হওয়ার কথা ছিল। কিন্তু সেই ম্যাচটি হচ্ছে না। আর তাই মাহমুদুল্লাহর ওয়েস্ট ইন্ডিজ উড়াল দেয়ার ব্যাপারেও কোন বাধাও থাকল না। মঙ্গলবারই মাহমুদুল্লাহর ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। সিপিএলের চলতি আসরে জ্যামাইকা তালাওয়াহসের হয়ে খেলেছেন সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলতে অনুশীলনে যোগ দিতে সাকিবকে দেশে এসে পড়তে হয়েছে। মেহেদী হাসান মিরাজ ত্রিনবাগো নাইট রাইডার্স দলে ছিলেন। কিন্তু একটি ম্যাচও খেলতে পারেননি। তাকে একাদশে রাখা হয়নি। মিরাজও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দেশে এসে পড়েছেন। যেহেতু মাহমুদুল্লাহ অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে নেই তাই তিনি যাচ্ছেন। বিপিএল ছাড়া টি২০ ফ্র্যাঞ্চাইজি লীগগুলোর মধ্যে শুধু পাকিস্তান সুপার লীগে (পিএসএল) খেলেছেন মাহমুদুল্লাহ। এবার সিপিএল খেলবেন। সিপিএল শেষ হবে ৯ সেপ্টেম্বর। যদি তার দল ফাইনালে ওঠে তাহলে সেই সময় পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ থাকবেন মাহমুদুল্লাহ। শুক্রবার সেন্ট লুসিয়ার বিপক্ষে জ্যামাইকা তালাওয়াহসের ম্যাচ রয়েছে। সেই ম্যাচ থেকেই খেলতে পারবেন মাহমুদুল্লাহ। যদি মাহমুদুল্লাহকে একাদশে রাখা হয়। মাহমুদুল্লাহ এ নিয়ে বলেছেন, ‘এটা আমার জন্য বড় সুযোগ। আমি তাদের ধন্যবাদ দিতে চাই যারা আমাকে সিপিএলে খেলার সুযোগ তৈরি করে দিয়েছে। আশা করছি একাদশে থাকার সুযোগ পেলে ভাল কিছু করার চেষ্টা করব। প্রথমবারের মতো এ টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছি। আশা করছি দল আমাকে যে প্রয়োজনে নিয়েছে সেই প্রয়োজন মেটাতে পারব।’ চতুর্থ বাংলাদেশী ক্রিকেটার হিসেবে সিপিএলে খেলতে যাচ্ছেন মাহমুদুল্লাহ। এরআগে সাকিব আল হাসান, তামিম ইকবাল এবং মেহেদী হাসান মিরাজ সিপিএলে অংশ নিয়েছেন। যদিও মিরাজ একটি ম্যাচও খেলার সুযোগ পাননি। এখন শুধু মাহমুদুল্লাহর টিকেটের অপেক্ষা। যেহেতু দেশে মাহমুদুল্লাহর কোন খেলা নেই তাই বিসিবি থেকে অনাপত্তিপত্র তো মিলেই যাবে। ওয়েস্ট ইন্ডিজ যেতে ভিসা লাগে না। পোর্ট এন্ট্রি ভিসা পাওয়া যায়। তাই টিকেট পেলেই ওয়েস্ট ইন্ডিজের পথে মঙ্গলবার উড়াল দেবেন মাহমুদুল্লাহ।
×