ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নওগাঁয় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে ॥ নিহত ৬

প্রকাশিত: ০৬:০১, ২০ আগস্ট ২০১৭

নওগাঁয় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে ॥ নিহত ৬

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৯ আগস্ট ॥ শনিবার সকাল ৯টার দিকে মান্দায় একটি মিনিট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়েছে। নওগাঁ-রাজশাহী মহাসড়কের বুড়ির ব্রিজের (বালকাতলা) অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রাজশাহীর বাগমারা মাড়িয়া গ্রামের লাল মোহাম্মদের ছেলে আব্দুল মান্নান (৩৮) ও দলিল উদ্দিনের ছেলে আশরাফ আলী (৩০), হরিপুর গ্রামের গেনার ছেলে সাহেব আলী (৪৫), নওগাঁর বদলগাছি বালুভরা গ্রামের দিলীপ সাহার ছেলে দিপেন্দ্রনাথ সাহা (৪৬) ও নওগাঁর পাইকপাড়া এলাকার দেলোয়ার হোসেন (৪৮) এবং জয়পুরহাটের জামালপুর এলাকার বেলাল সরকারের ছেলে আমিনুর রহমান (৫২)। নিহতরা সকলেই ব্যবসায়ী বলে পুলিশ সূত্র নিশ্চিত করেছে। দুর্ঘটনাকবলিত ট্রাকের যাত্রী সুশান্ত কুমার জানান, ট্রাকটি জয়পুরহাটের পাঁচবিবি থেকে রাজশাহীর মোহনপুর হাটে যাচ্ছিল। পথে বুড়ির ব্রিজের অদূরে সামনের একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গভীর খাদে ট্রাকটি পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। দুর্ঘটনায় জয়পুরহাটের ধানম-ি এলাকার ফজলুর রহমানের ছেলে রায়হান (৩৫) ও নওগাঁর বদলগাছির ইসমাইলপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে সোহল রানা (৪২) আহত হয়েছেন। আহতরা মান্দা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করে হেফাজতে নেয়া হয়েছে। কক্সবাজারে নিহত ২ ॥ স্টাফ রিপোর্টার, কক্সবাজার থেকে জানান, শহরের মোটেল রোডের শৈবাল হোটেলের সামনে প্রাইভেটকার ও টমটমের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে। আহত ছয়জনই টমটমের যাত্রী ও চালক। ফায়ার সার্ভিসের দলনেতা আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন পটিয়ার চরপাথরঘাটার আহমদ মিয়ার পুত্র শাহ আলম (৫০) ও পটিয়া কুসুমপুরা এলাকার মনা মিয়ার পুত্র আব্দুস সালাম। আহতরা হচ্ছেন চট্টগ্রামের কর্ণফুলী থানার বাসিন্দা জাহাঙ্গীর আলম, হারুনুর রশিদ, হেলাল উদ্দীন ও টমটম চালক আলমগীর। নিহত শাহ আলমের বন্ধু মোঃ আলী জানান, তারা খুব সকালে সৈকত দর্শনে লাবণী পয়েন্টে যান। সেখান থেকে শহরে ফেরার সময় পথিমধ্যে শৈবাল হোটেলের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে টমটমটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন। গুরুতর আহত হন টমটম চালক ও যাত্রীরা। তবে মোঃ আলী অক্ষত রয়েছেন। তিনি আরও জানান, তারা কক্সবাজার ট্রাক, মিনি ট্রাক (পিকআপ) শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ভোট দিতে এখানে এসেছিলেন। বগুড়া-নওগাঁ সড়কে ট্রাকের চাপায় হত ২ বগুড়া অফিস থেকে স্টাফ রিপোর্টার জানান, বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়া বাসস্ট্যান্ড এলাকায় শনিবার রাত সোয়া আটটার দিকে বগুড়াগামী একটি ট্রাক মোটরসাইকেলে চাপা দিলে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হয়। তারা হলেন টাইলস শ্রমিক মোঃ রকি (২৫) ও মোঃ রব্বানী (২৮)। তাদের বাড়ি যথাক্রমে দুপচাঁচিয়ার হাপুনিয়া ও দাঙ্গাপাড়া গ্রামে। কাজ শেষে তারা মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন।
×