ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মানসিকতা বদলই টাইগারদের বড় শক্তি’॥ মাইক হাসি

প্রকাশিত: ০৪:৪৯, ২০ আগস্ট ২০১৭

মানসিকতা বদলই টাইগারদের বড় শক্তি’॥ মাইক হাসি

স্পোর্টস রিপোর্টার ॥ বদলে যাওয়া বাংলাদেশের মানসিকতার প্রশংসা করেছেন মাইক হাসি। ওয়ানডে-টি২০ তো বটেই, সাদা পোশাকের টেস্টেও টাইগাররা এখন জয়ের জন্য মাঠে নামেÑ এটাই মুশফিকুর রহীমদের বড় শক্তি বলে মনে করছেন ‘মিঃ ক্রিকেট’ খ্যাত সাবেক অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার। ‘আন্তর্জাতিক ক্রিকেটে যদি বিশ্বাস করেন আপনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন ও জিততে পারেন, তাতেই ম্যাচ অর্ধেক জেতা হয়ে যায়। আমি মনে করি, বহু বছর ধরে বাংলাদেশের এই বিশ্বাস ছিল না, যেটা তারা এখন অর্জন করেছে। বড় কারণ দলটিতে বেশ কয়েকজন ক্রিকেটার আছে যারা অনেকদিন ধরে একসঙ্গে খেলছে। দারুণ সব সাফল্যের অংশীদার হয়েছে। ওরা বিশ্বাস করতে শিখেছে যে কোন দলকে হারানো সম্ভব। মানসিকভাবে এই পরিবর্তনই টাইগারদের বড় শক্তি। অস্ট্রেলিয়াকে তাই চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।’ হাসি আরও বলেন, ‘বাংলাদেশের এই দলের ক্রিকেটাররা নিজেদের খেলাটা অনেক ভাল বোঝে। অস্ট্রেলিয়ার জন্য এটি চ্যালেঞ্জিং সিরিজ। নিজেদের কন্ডিশনে বাংলাদেশ খুবই ভাল খেলে। তারা দল হিসেবে অনেক উন্নতি করেছে।’ গত বছর সফরকারী ইংল্যান্ডকে নিজেদের মাঠে টেস্ট হারায় বাংলাদেশ। এরপর শ্রীলঙ্কার মাটি থেকেও টেস্ট জিতে ফিরেছে টাইগাররা। বিষয়টি এখন সবার নজরে। বাংলাদেশ যে এখন সেই ২০০৬ সালের মতো নেই এটাও জানিয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশারও। সম্প্রতি তিনি এক সাক্ষাতকারে বলেন, ‘এখন (২০১৭) আর তখনের (২০০৬) সালের মধ্যে অনেক পার্থক্য। বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম ক্রিকেট শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে। পার্থক্য অভিজ্ঞতায়, পার্থক্য ম্যাচ জয়ের ধারাবাহিকতায়, পার্থক্য দলে বিশ্বসেরা খেলোয়াড়দের উপস্থিতিতে। গত বছর ইংল্যান্ডকে হারানো বাংলাদেশকে অনেক বেশি আত্মবিশ্বাস দিয়েছে। ২০০৬ সালে বাংলাদেশ লড়াই করার চেষ্টা করতো। কিন্তু এখন তাদের একমাত্র লক্ষ্য থাকে- জয়। এটা দারুণ অর্জন।’ হাসির বক্তব্যেও একই সুর। দুই টেস্টের সিরিজের প্রথম টেস্ট শুরু ২৭ আগস্ট। ২০০৬ সালের পর এই প্রথম বাংলাদেশের মাটিতে টেস্ট খেলবে স্টিভেন স্মিথ-ডেভিড ওয়ার্নাররা। ১১ বছর আগে সেই সফরে অভ্রেলীয় দলের অন্যতম সদস্য মাইক হাসি মুখিয়ে এই সিরিজ নিয়ে। সেবার চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে জেসন গিলেস্পির অপ্রত্যাশিত ডাবল সেঞ্চুরির সহায়ক হিসেবে নিজেও খেলেছিলেন ১৮২ রানের দারুণ এক ইনিংস। গিলেস্পির সঙ্গে তার ৩২০ রানের জুটি বাংলাদেশকে দাঁড় করিয়েছিল বড় হারের সামনে। ফতুল্লায় সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ প্রায় জিতে যাওয়ার অবস্থায় থাকলেও চট্টগ্রামে গিলেস্পি-হাসি মাটিতে টেনে নামিয়েছিলেন হাবিবুল বাশারের দলকে। প্রায় একযুগে বদলে যাওয়া বাংলাদেশে হাসি এবার অন্য ছবি দেখতে পাচ্ছেন।
×