ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঈদে নৌ নিরাপত্তায় ৯ দফা সুপারিশ বাস্তবায়ন দাবি

প্রকাশিত: ০৪:৩৮, ২০ আগস্ট ২০১৭

ঈদে নৌ নিরাপত্তায় ৯ দফা সুপারিশ বাস্তবায়ন দাবি

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন ঈদ-উল আযহা উপলক্ষে নৌপথে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াতের স্বার্থে অবিলম্বে ৯ দফা সুপারিশ বাস্তবায়নের দাবি জানিয়েছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি। শনিবার জাতীয় কমিটির প্রধান উপদেষ্টা ও প্রবীণ রাজনীতিবিদ মনজুরুল আহসান খান এবং সাধারণ সম্পাদক আশীষ কুমার দে এক বিবৃতিতে এই দাবি জানান। সুপারিশমালা ইতোমধ্যে নৌ পরিবহন মন্ত্রণালয়, নৌ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, নৌ পরিবহন অধিদফতর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন এবং বেসরকারী লঞ্চ মালিকদের দুটি সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থা ও লঞ্চ মালিক সমিতির কাছে পাঠানো হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
×